নয়াদিল্লি: গতমাসে আটবার একটি সাপ কামড়েছে তাকে। এমনই অদ্ভূত দাবি করল উত্তরপ্রদেশের এক কিশোর। বস্তি জেলার রামপুর গ্রামের ১৭ বছরের যশরাজ মিশ্রর দাবি, একই সাপ তাকে তাড়া করেছে এবং কামড়েছে। তবে তার কোনও ক্ষতি হয়নি।
যশরাজের দাবি, একই সাপ তাকে গতমাসে সাতবার কামড়েছে। শেষবার তাকে কামড়েছিল গত সপ্তাহে। যশরাজ কোনও ক্ষতি হয়নি দাবি করলেও তার উদ্বিগ্ন বাবা-মা চিকিত্সক ও সাপুড়েদের শরণাপন্ন হয়েছেন। তার বাবা চন্দ্রমৌলি মিশ্র বলেছেন, সাপটি তৃতীয়বার কামড়ানোর পর আমি আমার ছেলেকে বাহাদুরপুর গ্রামে আমার আত্মীয় রামজী শুক্লার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। কয়েকদিন পরই আমার ছেলে সেখানে বাড়ির সামনে ওই একই সাপকে দেখতে পায়। সাপটি ফের ওকে কামড়ায়। যশরাজকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা হয়।
যশরাজের বাবা-মার মাথায় এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, তা হল একই সাপ কেন তাঁদের ছেলেকে বারেবারে আক্রমণ করছে। যশরাজের এখন বেশ আতঙ্কের মধ্যে দিন কাটছে।
চন্দ্রমৌলি বলেছেন, যশরাজকে ওই সাপ কেন বারবার নিশানা করছে, তা বুঝতে পারছি না। এখন ও মানসিকভাবে খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। বেশ কয়েকবার পুজোও করেছি। সাপটিকে ধরতে সাপুড়েও ডেকেছি। কিন্তু এসবে কোনও ফল হয়নি।
আটবার আক্রান্ত হলেও যশরাজ প্রতিবারই রক্ষা পেয়েছে। শেষবারের ঘটনা ঘটে গত ২৫ অগাস্ট। চিকিৎসকদের কাছে চিকিৎসা করানোর পাশাপাশি তার বাবা-মা সাপুড়েদের দিয়েও ঝাড়ফুঁক করিয়েছেন।