উত্তর প্রদেশের কৌশাম্বীতে নাবালিকাকে গণধর্ষণ, ছড়ানো হল ভিডিও
ABP Ananda, Web Desk | 24 Sep 2019 06:02 PM (IST)
মেয়েটির কান্না শুনে রাখালরা ছুটে আসেন। একজন তখন ঘটনার ভিডিও তুলছিল। তাকে ধরে ফেলে গণধোলাই দেন তাঁরা, অন্য দুজন পালিয়ে যায়।
কৌশাম্বী: উত্তর প্রদেশের কৌশাম্বীর সরাই আকিল এলাকায় গণধর্ষণের শিকার হল এক কিশোরী। ৩ অভিযুক্তের একজনকে ধরে ফেলে মানুষ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বাকি দুজন চম্পট দেয়। রবিবার বাড়ির কাছের মাঠে গিয়েছিল ওই কিশোরী, গরুর জন্য ঘাস আনতে। তখন ওই তিনজন তাকে দেখতে পেয়ে এক নির্জন জায়গায় নিয়ে যায় ও ধর্ষণ করে। মেয়েটির কান্না শুনে রাখালরা ছুটে আসেন। একজন তখন ঘটনার ভিডিও তুলছিল। তাকে ধরে ফেলে গণধোলাই দেন তাঁরা, অন্য দুজন পালিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, কিশোরীর বাবা থানায় গেলে পুলিশ কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। মামলা দায়ের করতে অস্বীকার করা হয়, প্রশ্ন তোলা হয় মেয়েটির অভিযোগের সত্যতা নিয়ে। এরপরই থানা ঘেরাও করেন ক্রুদ্ধ গ্রামবাসী। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাকি দুই অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতারের দাবি করেন তাঁরা। জানা গিয়েছে, অভিযুক্ত স্টেশন হাউস অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুলিশ লাইনে পাঠানো হয়েছে এক সাব ইন্সপেক্টর ও এক হেড কনস্টেবলকে। মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য।