২০১৯-এর লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হন ঊর্মিলা। তবে তিনি হেরে যান। এই কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী গোকুলনাথ শেট্টি। এরপরেই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন এই অভিনেত্রী। তিনি শিবসেনায় যোগ দেবেন বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এতদিনে সেই জল্পনা সত্যি হল। এই অভিনেত্রী শিবসেনা মুখপাত্র হতে পারেন বলে সূত্রের খবর।
মহারাষ্ট্রের জোট সরকার বিধান পরিষদের সদস্য হিসেবে মনোনীত হওয়া ১২ জনের নামের তালিকা জমা দিয়েছে রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির কাছে। শিবসেনা, এনসিপি ও কংগ্রেস চারজন করে মনোনীত সদস্যের নামের তালিকা দিয়েছে।
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সরব কঙ্গনা। বৃহন্মুম্বই পুরসভা অবৈধ নির্মাণের অভিযোগে এই অভিনেত্রীর অফিস গুঁড়িয়ে দেওয়ার পর থেকে দু’পক্ষের লড়াই তীব্রতর হয়েছে। মুম্বইকে পাক-অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। পাল্টা তাঁর সমালোচনা করেন ঊর্মিলা। এরপর তাঁকে ‘সফট পর্ন অভিনেত্রী’ বলে কটাক্ষ করেন কঙ্গনা।