সারাজীবন দেশের সেবা করেছেন বাজপেয়ী, শোকবার্তা মনমোহনের, বিজেপি-কে চরম দক্ষিণপন্থী হতে দেননি: চিদম্বরম
Web Desk, ABP Ananda | 16 Aug 2018 07:43 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। শোকবার্তায় মনমোহন বলেছেন, আধুনিক ভারতের অন্যতম মহান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিলেন বাজপেয়ী। তিনি সারাজীবন দেশের সেবা করেছেন। চিদম্বরম বলেছেন, বিজেপি-ক চরম দক্ষিণপন্থী হতে দেননি বাজপেয়ী। আজ বিকেল পাঁচটা পাঁচ মিনিটে নয়াদিল্লির এইমস-এ প্রয়াত হয়েছেন বাজপেয়ী। তাঁর প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া। তাঁর পালিতা কন্যা নমিতা কউল ভট্টাচার্যকে লেখা চিঠিতে মনমোহন জানিয়েছেন, ‘ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর পেয়ে আমি শোকাহত। একজন সুবক্তা, অসাধারণ কবি, ব্যতিক্রমী সরকারি কর্মচারী, দুর্দান্ত সাংসদ এবং মহান প্রধানমন্ত্রী বাজপেয়ী আধুনিক ভারতের অন্যতম মহান নেতা। তিনি সারাজীবন আমাদের মহান দেশের সেবা করেছেন। জাতির প্রতি তাঁর অবদান দীর্ঘদিন স্মরণে থাকবে।’ শোকবার্তায় চিদম্বরম বলেছেন, ‘তিনি (বাজপেয়ী) যতদিন প্রধান হিসেবে ছিলেন, বিজেপি-কে চরম দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে দেননি। তাঁর মধ্যে জ্ঞান, সহিষ্ণুতা ও সহানুভূতি ছিল। তিনিই তাঁর দলকে প্রথমবার সাধারণ নির্বাচনে জিতিয়েছিলেন এবং বিজেপি-কে কেন্দ্রীয় সরকার পরিচালনার বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন।’