শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গতকালই বারাণসী থেকে দিল্লি ফেরার পথে বিপত্তি ঘটে। মাঝপথে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেন। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরক্ষার কথা ভেবেই ট্রেন থামিয়ে দেওয়া হয়। আজ অবশ্য কোনও সমস্যা হয়নি। বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু
Web Desk, ABP Ananda | 17 Feb 2019 12:34 PM (IST)
নয়াদিল্লি: দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু হল। রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ সকালে বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে বারাণসীর উদ্দেশে রওনা হয়েছে। এটাই এই ট্রেনের প্রথম বাণিজ্যিক যাত্রা। আগামী দু’সপ্তাহের যাত্রার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।’