দেখুন ভিডিও: টালির চাল থেকে গোখরো উদ্ধার বন বিভাগের আধিকারিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2020 05:51 PM (IST)
গোয়ার কোটিগাও বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে উদ্ধার একটি গোখরো সাপ। একটি বাড়ির টালির চাল থেকে গোখরোটিকে উদ্ধারের ২.১২ মিনিটের এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক শৈলেন্দ্র সিংহ।
নয়াদিল্লি: গোয়ার কোটিগাও বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে উদ্ধার একটি গোখরো সাপ। একটি বাড়ির টালির চাল থেকে গোখরোটিকে উদ্ধারের ২.১২ মিনিটের এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক শৈলেন্দ্র সিংহ। ভিডিওতে বন বিভাগের এক আধিকারিককে টালির চালে উঠে বিষধর এই সাপটিকে উদ্ধার করতে দেখা গিয়েছে। ভিডিও দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে উঠে টালি সরিয়ে সাপটিকে বাইরে বের করে এনে লাঠি দিয়ে সযত্নে একটি ব্যাগে ঢোকাচ্ছেন ওই আধিকারিক। চূড়ান্ত ধৈর্য্যের পরীক্ষা দিয়েই পুরো উদ্ধার কাজটি করেন ওই আধিকারিক। শৈলেন্দ্র ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, কোটিগাও বন্যপ্রাণ অভয়ারণ্যের আধিকারিকের একেবারে নিঁখুত উদ্ধার অভিযান। জঙ্গলে শুধু বাঘ, চিতাবাঘ ও হাতিদের নিয়েই সবসময় কাজ নয় বনকর্মীদের। বন বিভাগের আধিকারিকের এই দক্ষ উদ্ধার অভিযান সোশ্যাল মিডিয়ায় তারিফ আদায় করে নিয়েছে।