কাবুল: আফগানিস্তানের জনপ্রিয় এক কৌতুক অভিনেতা নজর মহম্মদকে গাড়িতে বসিয়ে সপাটে চড় মারল তালিবানরা। প্রকাশ্যে এসেছে এমনই বিতর্কিত একটি ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি। উল্লেখ্য, কিছুদিন আগেই খাসা জওন নামে ওই কৌতুক শিল্পীর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, অজ্ঞাত পরিচয়ের কোনও এক বন্দুকধারীর দলের হাতেই খুন হন ওই ব্যক্তি। আর এই ঘটনার পরই এমন একটি ভিডিও চাঞ্চল্য ছড়িয়েছে। মনে করা হচ্ছে, সম্ভাবত অপহরণ করার পরের মুহূর্তের ভিডিও এটি।
আফগানিস্তানের জনপ্রিয় কৌতুক শিল্পী নজর মহম্মদ। সোশ্যাল মিডিয়ায় খ্যাত খাসা জওন নামেই। সম্প্রতি তাঁর মৃত্যু হয়েছে। জানা যায় তাঁকে অপহরণ করেই হত্যা করা হয়েছে। গত ২৭ জুলাই এক সাংবাদিক ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য। গাড়িতে বসিয়ে পরপর বেশ কয়েকবার চড় মারা হয়েছে ওই শিল্পীকে।
গত সপ্তাহেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাতে খাশাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এএনআই সূত্রে খবর, এই কৌতুক অভিনেতা একসময়ে কান্দাহার পুলিশের হয়েও কাজ করেছেন। তাঁর মৃত্য়ুর জন্য তালিবানদেরকেই দায়ি করেছে শিল্পীর পরিবার। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় অস্বীকার করেছে তালিবান জঙ্গি গোষ্ঠী।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি সরকারি কর্মীদের দরজায় দরজায় গিয়ে তাঁদের আটক করছিল তালিবান জঙ্গি গোষ্ঠী এবং এরকমই একটা সময়ে খাসাকে হত্যা করা হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার একদল তালিবান খাসার বাড়িতে হাজির হয় এবং সেখান থেকে তাঁকে জোর করে টেনে বের করে। এর পর খাসাকে একটি গাছে সঙ্গে বেঁধে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে কৌতুক শিল্পীর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।