নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে ঢুকতে দিচ্ছে না। এই অভিযোগে রাজ্য সরকারকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিঠিতে অভিযোগ করেছেন, আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরাতে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার। দেশের বিভিন্ন প্রান্তে আঠকে পড়া বাঙালি শ্রমিকদের প্রতি অবিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

অমিত শাহ লিখেছেন, পশ্চিমবঙ্গের কাছ থেকে আমরা আশানুরূপ সমর্থন পাচ্ছি না। পশ্চিমবঙ্গ সরকার ট্রেনগুলিকে রাজ্যে আসতে দিচ্ছে না। এটা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার, এর ফলে তাঁদের পরিস্থিতি আরও সঙ্কটজনক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, করোনা লকডাউনে কেন্দ্র এখনও পর্যন্ত ২ লাখের বেশি পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরতে সাহায্য করেছে। ভারতীয় রেল তাঁদের জন্য চালু করেছে শ্রমিক স্পেশাল ট্রেন, গত ৮ দিনে ২৫১টি ট্রেন যাতায়াত করেছে, ২.৬ লাখের বেশি মানুষকে গন্তব্যে পৌঁছে দিয়েছে তারা।

এই সপ্তাহেই রাজস্থান থেকে এ রাজ্যে পৌঁছেছে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন।