সাউদাম্পটন: বিশ্বকাপে অভিযান শুরু করার আগে আচমকাই উদ্বেগ ভারতীয় শিবিরে। শনিবার সাউদাম্পটনে প্র্যাক্টিস করার সময় হাতের বুড়ো আঙুলে চোট পেলেন বিরাট কোহলি। নেট অনুশীলন পর্বের মাঝপথেই তাঁকে ফিরতে হল ড্রেসিংরুমে।

সাউদাম্পটনেই ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। তার আগে এই মাঠেই জোরকদমে চলছে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন। প্র্যাক্টিস চলাকালীন আচমকাই চোট পান কোহলি। সঙ্গে সঙ্গে দৌড়ে মাঠে আসেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। যন্ত্রণা কমানোর স্প্রে প্রয়োগ করেন চোট পাওয়া জায়গায়। তারপর বরফ জলে ডুবিয়ে রাখা হয় আঙুল। তবে খুব একটা স্বস্তিতে ছিলেন না ভারতীয় অধিনায়ক।

কিছুক্ষণ পরেই ড্রেসিংরুমে ফিরে যেতে হয় কোহলিকে। দলের প্র্যাক্টিস তখনও চলছে। যে ছবিটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বেশ উদ্বেগে রাখছে। শুধু অধিনায়ক বলেই নন, কোহলি এই দলের সেরা ম্যাচ উইনারও। বিশ্বকাপের শুরু থেকে ক্যাপ্টেন কোহলি যাতে সম্পূর্ণ সুস্থ থাকেন, সেই প্রার্থনাই করছেন ভক্তরা।