করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য সারা দেশে লকডাউন জারি করা হয়েছে। কিন্তু বেঙ্গালুরুতে অনেকেই এখনও অপ্রয়োজনে রাস্তায় ঘুরছেন। তাঁদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেছেন, ‘আমি শহরের বাসিন্দাদের উদ্দেশে বলছি, মুদি দোকানে যান, কিন্তু কতটা প্রয়োজন, সেটা নির্দিষ্ট করে নিন। গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর কোনও প্রয়োজন নেই। এটা কেনাকাটা করার সময় নয়। আমরা আপনাদের গাড়ি নিয়ে দোকানে যাওয়ার অনেক সময় দিয়েছি। রোজ দোকানে যাবেন না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, যে টু হুইলার ও ফোর হুইলার উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং লকডাউন কার্যকরের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলিকে বাজেয়াপ্ত করতে হবে।’
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ‘বুধবার রাত পর্যন্ত ৬,৮৫২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৬,৩২১টি টু হুইলার, ২২৭টি থ্রি হুইলার এবং ৩০৪টি ফোর হুইলার আছে। ১৪ এপ্রিলের পরেই এই গাড়িগুলিকে ছাড়া হবে। আমরা প্রতিটি থানায় ২০০ মেডিক্যাল ইমার্জেন্সি পাস দেওয়ার কথা ভাবছি। প্রয়োজন হলে রোজ সেই পাস নিয়ে আবার ফেরত দেওয়া যেতে পারে।’
অন্যদিকে, কর্ণাটকের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ প্রবীণ সুদও ট্যুইট করে জানিয়েছেন, লকডাউন উপেক্ষা করে কোনও গাড়ি যদি রাস্তায় নামে, তাহলে সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে।