একটি মেয়ের সঙ্গে রিক্সাতে আসছিলেন ওই মহিলা। রিক্সা থেকে নেমে চালককে ভাড়া মিটিয়ে দেওয়ার পর রাস্তা অতিক্রম করছিলেন তাঁরা। সেই সময়ই দুই বাইক আরোহী তাঁদের একেবারে পাশে চলে আসে। দুজনের পাশ দিয়ে যাওয়ার সময় বাইকের পিছনে বসা দুষ্কৃতী ওই মহিলার গলার হার ছিনিয়ে নেয়। চোখের পলক পড়তে না পড়তেই ওই মহিলা ছুটে গিয়ে পিছনে বসা দুষ্কৃতীকে ধরে ফেলেন। দুষ্কৃতী বাইক থেকে পড়ে যায়। মহিলা দুষ্কৃতীর হাত টেনে তাকে বাইক থেকে নামতে বাধ্য করেন এবং বেশ কয়েক ঘা বসিয়েও দেন। যে বাইক চালাচ্ছিল, সে কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়। এরইমধ্যে পথচারীরা চলে আসেন এবং ধরা পড়া দুষ্কৃতীকে ঘিরে ধরেন।
সংবাদসংস্থা জানিয়েছে, দুই ছিনতাইকারীকেই পুলিশ পাকড়াও করেছে।
দিল্লিতে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা আকছারই ঘটে। প্রকাশ্য দিবালোকে লোকজনের মহার্ঘ সামগ্রী ছিনতাইয়ের অনেক ঘটনাই ঘটেছে। এ ধরনের ঘটনা রোখার ক্ষেত্রে পুলিশের ভূমিকা তেমন উজ্জ্বল নয়।