নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে উঠেছে। এরইমধ্যে এই ইস্যুতে রাজ্য সরকারে পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
দিল্লির মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ‘এখন রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়।এখন সবাই একসঙ্গে মিলে করোনার বিরুদ্ধে লড়াই করার সময়।এখন রাজ্য সরকারগুলির পাশে দাঁড়ানোর সময়।রাজ্যগুলিকে ভ্যাকসিন যোগান দেওয়ার সময়।সব রাজ্য সরকারগুলিকে একসঙ্গে নিয়ে টিম বানিয়ে কাজ করার সময়।লড়াই-ঝগড়া আর রাজনীতি করার জন্য সারাজীবন পড়ে আছে’।
উল্লেখ্য, আচমকাই পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে বদলি করার নির্দেশে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। গত শুক্রবার আচমকাই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ দেয় কেন্দ্র। এই শীর্ষ আমলাকে অবিলম্বে রিলিজ করতে বলা হয় রাজ্য সরকারকে।
আলাপন বন্দ্যোপাধ্যায় ১৯৮৭-র ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। তাঁর ৩১ মে অবসর গ্রহণের কথা ছিল। যদিও করোনা পরিস্থিতি ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় জনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তাঁর এক্সটেনশন চেয়েছিল। কেন্দ্র সেই আবেদন মঞ্জুরও করেছিল।
এরপর ২৮ মে কেন্দ্র তাঁকে দিল্লির কর্মীবর্গ বিভাগে যোগ দিতে বলে। এই ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দের সংঘাত শুরু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। এবার এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সংঘাতও নতুন নয়। নানা ইস্যুতে এর আগে কেজরীবাল সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাত তীব্র হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কেজরীবাল সরকারকে সমর্থন জানিয়েছেন।
এবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বদলি সংক্রান্ত ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে রাজ্যগুলির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন কেজরীবাল। তিনি তাঁর ট্যুইটে করোনা পরিস্থিতির উল্লেখ করে বলেছেন,‘এখন রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়।এখন সবাই একসঙ্গে মিলে করোনার বিরুদ্ধে লড়াই করার সময়।এখন রাজ্য সরকারগুলির পাশে দাঁড়ানোর সময়।রাজ্যগুলিকে ভ্যাকসিন যোগান দেওয়ার সময়।সব রাজ্য সরকারগুলিকে একসঙ্গে নিয়ে টিম বানিয়ে কাজ করার সময়।লড়াই-ঝগড়া আর রাজনীতি করার জন্য সারাজীবন পড়ে আছে’।