কলকাতা: করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে পাল্টা পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগও করলেন।
সোমবার নবান্নে মমতা বলেন, “মানের সঙ্গে কোনওরকম সমঝোতা করা হবে না। কেউ কেউ সরকার কত মাস্ক কিনেছে, তা নিয়েও প্রশ্ন তুলছে। কেউ কোনও চিঠি দিলেও আমরা তদন্ত করে দেখি। অনেক কিট তো ধরা পড়ল ভেজাল বলে। ধরা পড়ার পরে কিট ফিরিয়ে নিয়েছে আইসিএমআর। কেউ যেন প্রশ্ন না করেন, কোথা থেকে মাস্ক কেনা হল।” কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “সাড়ে ৪ হাজার কোটি টাকা জিএসটি বকেয়া আছে। যাঁরা প্রশ্ন তুলছেন, ভেবেছেন কোথা থেকে টাকা আসছে?”
সোমবার মমতা আরও বলেন, “বাংলায় সাইকেলের কারখানা করতে চাই। সরকার থেকে এত সাইকেলের অর্ডার, কারখানা হতে পারে। সবুজসাথীর সাইকেল ফেলে রাখলে হবে না। কীভাবে সাইকেল বণ্টন, তা দেখতে হবে স্কুলকে।”
রাজ্যে সম্প্রতি একের পর এক হিংসার ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা। বলেন, “খানাকুলে প্রায়ই গণ্ডগোল হয় কেন, সামলানো যাচ্ছে না?” তারকেশ্বরের বিডিওকে খানাকুল, গোঘাট দেখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বলেন, “হাওড়ার যেখানে বন্যা পরিস্থিতি, সেখানে নজর রাখতে হবে। ছোট রাস্তা মেরামতের কাজ আগে করতে হবে।” পুজোর আগেই রাস্তা সারাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি যোগ করেন, “যদি কোনও অ্যাডমিনিস্ট্রেটর কাজ না করেন, বাদ দিন।”
করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের জবাব মমতার, ঘুরিয়ে পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2020 05:09 PM (IST)
করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে পাল্টা পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগও করলেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -