Education Loan Information:
Calculate Education Loan EMIWB Madhyamik 2020 Toppers: দেখে নেব, মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2020 10:32 AM (IST)
WB Madhyamik Results 2020 Toppers List: করোনা আবহে মাধ্যমিকের ফলপ্রকাশ। ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ। ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে।
কলকাতা: এই বছর মাধ্যমিকে প্রথম স্থান পেয়েছে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল। প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে দু’জন। বাঁকুড়ার সায়ন্তন গড়াই দ্বিতীয় হয়েছেন। পূর্ব বর্ধমানের অভীক দাসও হয়েছেন দ্বিতীয়। এই বছর মাধ্যমিকে তৃতীয় হয়েছেন তিনজন। সৌম্য পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি। মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com-এ।