WB Corona LIVE Updates: একদিনে সুস্থতার সংখ্যায় রেকর্ড, রাজ্যে মৃত্যু ১১২ জনের

তবে এরইমধ্যে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। ফের একবার বাংলায় একদিনে করোনায় মৃত্যু হল একশো জনেরও বেশি।যা কোনওদিন হয়নি, বৃহস্পতিবার তাই হল। একদিনে রাজ্যে প্রাণ হারালেন ১১৭ জন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 May 2021 08:31 PM

প্রেক্ষাপট

কলকাতা: কেরলের পর এবার মধ্যপ্রদেশ...।ভয়ঙ্কর করোনা রুখতে এবার আরও এক রাজ্য লকডাউন জারি করল। ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্যে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন।এদিনই ৮ মে থেকে ১৬...More

West Bengal Corona LIVE: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়কে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়কে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠির পাল্টা চিঠি হর্ষ বর্ধনের। প্রতিশ্রুতি মতো কেন্দ্র ৪৫ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে। রাজ্যকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ১৯ লক্ষ ডোজ টিকা পাঠানো হয়েছে। আরও ২ লক্ষ টিকা পাঠানোর জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, দেওয়া হয়েছে ১৮.৩৮ লক্ষ এন-৯৫ মাস্ক,প্রায় ৫ লক্ষ পিপিই কিট। ১ হাজার ২৪৫টি ভেন্টিলেটর ও সাড়ে ৪৩ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু তুলনায় রাজ্যে করোনা পরীক্ষার হার কম,খোঁচা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। ৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ২টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে।