WB Corona LIVE Updates: রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ১৬ হাজার, মৃত্যু ৫৭ জনের

ন্যাশনাল মেডিক্যাল কলেজে টিকাকরণ বন্ধ থাকবে ৫দিন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Apr 2021 07:18 AM
COVID-19 LIVE Updates: ১৬ হাজারের দোরগোড়ায় রাজ্যের দৈনিক সংক্রমণ।

১৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল রাজ্যে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘম্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের। এই সময় ব্যবধানে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৭৭৯ জন ও ৩ হাজার ১৪০ জন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৪০৭ জন।

COVID-19 LIVE Updates: অক্সিজেন সিলিন্ডারের মজুতদারির বিরুদ্ধে মানিকতলায় অভিযান ইবি-র

অক্সিজেন সিলিন্ডারের মজুতদারির বিরুদ্ধে অভিযান। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে উদ্ধার ১৫টি খালি সিলিন্ডার। মানিকতলা মেন রোডে একটি গোডাউন থেকে উদ্ধার। ৫২ কেজির ১৩টি, ১৫ কেজির ২টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার

Corona LIVE Updates: রবিবার, সরকারি ছুটির দিন টিকাকরণ বন্ধ, বিজ্ঞপ্তি এনআরএস মেডিক্যাল কলেজে

প্রতি রবিবার টিকাকরণ বন্ধের সিদ্ধান্ত এনআরএস মেডিক্যাল কলেজে। সপ্তাহে ৬ দিনই করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি জারি করে জানাল এনআরএস মেডিক্যাল কলেজ। রবিবার টিকাকরণের হিসেব নিকেশের কাজ হবে, জানাল হল বিজ্ঞপ্তিতে। 
ন্যাশনাল মেডিক্যাল কলেজে টিকাকরণ বন্ধ থাকবে ৫দিন। ‘২৫, ২৬, ২৯ এপ্রিল, ১ ও ২ মে বন্ধ থাকবে টিকাকরণ’। বিজ্ঞপ্তি জারি করে জানাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। 

COVID-19 LIVE Updates: 'শুধুমাত্র অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই রেমডিসিভির', নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের

করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার রুখতে পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শুধুমাত্র অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই এই ইঞ্জেকশন দিতে হবে। কোনও রোগীকে রেমডিসিভির দেওয়া হলে, তাঁকে কোন কোন পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে রাখতে হবে তারও নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

Corona LIVE Updates: মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না বাসে, ঘোষণা বাস সংগঠনগুলির

মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না বাসে। ঘোষণা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের। নির্দেশিকায় বলা হয়েছে, বাস চালক ও কনডাক্টরদের পাশাপাশি যাত্রীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। তবে নিয়ম রয়েছে খাতা-কলমে।এদিন ধর্মতলা, রবীন্দ্র সদনের আশপাশের এলাকায় অনেক বাসেই দেখা গেল নিয়ম ভঙ্গের ছবি। বাসচালক, কনডাক্টর, যাত্রী কারোর মুখে মাস্ক আছে, কারোর মুখে নেই।

COVID-19 LIVE Updates: 'চিকিৎসার গাফিলতি'তে করোনা রোগীর মৃত্যু, কাঠগড়ায় বেলঘরিয়ার নার্সিংহোম

চিকিৎসার গাফিলতিতে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোম। বনহুগলির বাসিন্দা কাকলি সরকার করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ওই নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ, অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে আজ সকালে ওই করোনা রোগীর মৃত্যু হয়। বেলঘরিয়া থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Corona LIVE Updates:  তমলুকে বাড়ি থেকে উদ্ধার  করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার 

শালবনির পর তমলুক। ফের করোনা রোগীর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম চিন্ময় গুছাইত। প্রশাসন সূত্রে খবর, চারদিন আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন বছর তেতাল্লিশের ওই করোনা রোগী। আজ সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডিপ্রেশনের জেরে আত্মহত্যা। মৃতের পরিবারের সদস্যদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। 

COVID-19 LIVE Updates: শহরজুড়ে পুলিশের করোনা সচেতনতা অভিযান

লেকটাউন থানার তরফে রবিবার সকালে সচেতনতা অভিযান। বিভিন্ন জায়গায় মাইকে সতর্কতামূলক প্রচার। এরই মাঝে বিনা মাস্কেই অনেককে রাস্তায় দেখা যায়। মাস্ক পরিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে খান্নার কাছে হরি শা মার্কেটে ভিড়। সেখানেও একই ছবি। বিনা মাস্কেই দেখা গেল ক্রেতা-বিক্রেতাদের। পুলিশের নজরদারিও চোখে পড়েনি। মানিকতলা বাজারে কেউ কেউ মাস্ক থুতনির নীচে নামিয়ে ঘুরছেন। চোখে পড়েনি পুলিশি তত্পরতা। উল্টোডাঙার মুচিবাজারে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকে। জনবহুল এলাকায় বিনা মাস্কেই চলছে বাজার-দোকান থেকে কেনাকাটা। ক্যামেরা দেখে অনেকেই পালানোর চেষ্টা করলেন। দেখা নেই পুলিশের।

Corona LIVE Updates:  বাঁকুড়ায় তৈরি হচ্ছে আরও একটি কোভিড হাসপাতাল

করোনা পরিস্থিতি সামাল দিতে বাঁকুড়ায় তৈরি হচ্ছে আরও একটি কোভিড হাসপাতাল। ওন্দার পর এবার বড়জোড়ায় তৈরি হতে চলেছে সুপার স্পেশালিটি কোভিড চিকিত্সা কেন্দ্র। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, এই মুহূর্তে হাসপাতালে অক্সিজেনের সঙ্কট নেই। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি, তীব্র গরমে প্রতিবার জেলায় জলসত্রের ব্যবস্থা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। এবার করোনা আবহে সংস্থার পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজারও বিলি করা হচ্ছে। 

Corona LIVE Updates:  দ্বিতীয়বার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, সংক্রমিত বিজেপি প্রার্থীর স্ত্রীও

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়। টালিগঞ্জের বিজেপি প্রার্থীর স্ত্রীও করোনা আক্রান্ত। ‘আসানসোলে ভোট দিতে পারব না বলে খারাপ লাগছে। তৃণমূলের সন্ত্রাস রুখতে ঘরে থেকেই যা করার করব, ট্যুইট বাবুলের।

COVID-19 LIVE Updates: মাস্কে অনীহা মানুষের, সল্টলেক সিটি সেন্টার এলাকায় পুলিশের অভিযান

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তাও মাস্কে অনীহা অনেকের। এই পরিস্থিতিতে সল্টলেক সিটি সেন্টার এলাকায় বিধাননগর উত্তর থানার পুলিশের অভিযান। বিনা মাস্কে রাস্তায় বেরোলেই চলছে ধরপাকড়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।

COVID-19 LIVE Updates: জলপাইগুড়ি সদর হাসপাতালে অমিল ভ্যাকসিন, বন্ধ টিকাকরণ প্রক্রিয়া

জলপাইগুড়ি সদর হাসপাতালে অমিল ভ্যাকসিন। হয়রানির শিকার সাধারণ মানুষ। জেলায় ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকায় হাসপাতালে বন্ধ টিকাকরণ প্রক্রিয়া। গতকাল বিজ্ঞপ্তি জারি করে আগামী ২ দিন ভ্যাকসিনেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। 

Corona LIVE Updates:  আগামীকাল রাজ্যে আসছে ৩ লক্ষ কোভিশিল্ড

বাংলায় ভ্যাকসিন সঙ্কট চরমে। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে ৩ লক্ষ কোভিশিল্ড। কাল বিকেলে এয়ার এশিয়ার বিমানে পৌঁছবে সিরামের তৈরি করোনা প্রতিষেধক। 

COVID-19 LIVE Updates: এবিপি আনন্দর খবরের জের, জঙ্গিপুর হাসপাতালে ফিরল করোনা পরীক্ষার সঠিক পদ্ধতি

এবিপি আনন্দর খবরের জের। মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে ফিরলেন স্বাস্থ্য কর্মীরা। পদ্ধতি মেনেই করা হচ্ছে করোনা পরীক্ষা। গতকাল দেখা যায় রোগীরা নিজেই নিজেদের সোয়াব পরীক্ষা করছেন। এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর তোলপাড় শুরু হয়। রাজ্য স্বাস্থ্য দফতর তদন্তের নির্দেশ দেয়। এরপর আজ সকাল থেকে জঙ্গিপুর হাসপাতালে ফের স্বাস্থ্য কর্মীদেরই সোয়াব সংগ্রহ করতে দেখা যায়। 

WB Corona LIVE Updates: মেলেনি করোনা পরীক্ষার রিপোর্ট, তিনদিন মর্গে পড়ে রোগিনীর মৃতদেহ

মেলেনি করোনা পরীক্ষার রিপোর্ট। তাই তিনদিন ধরে হাসপাতালের মর্গে পড়ে রয়েছে রোগিণীর মৃতদেহ। অভিযোগ মৃতের পরিবারের। কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মঙ্গলবার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন সন্তোষপুর সাউথ রোডের বাসিন্দা মিনতি ঘোষ। পরিবারের দাবি, করোনা পরীক্ষার জন্য বুধবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের ওই রোগিণীর। অভিযোগ, এরপর তিনদিন কেটে গেলেও মেলেনি করোনা পরীক্ষার রিপোর্ট। মৃতদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পরিবারের দাবি, প্রথমে বাঘাযতীন হাসপাতাল থেকে নমুনা পাঠানো হয় এম আর বাঙুরে। সেখান থেকে নমুনা পাঠানো হয় এসএসকেএমে। দুটি হাসপাতাল ঘুরে করোনা রিপোর্ট কবে হাতে আসবে তা জানে না মৃতের পরিবার।

WB Corona LIVE Updates: মাস্ক বিধিভঙ্গের ছবি উল্টোডাঙাতেও

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। বিনা মাস্কে ঘোরাফেরা, সামাজিক দূরত্ববিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক পদক্ষেপ করার কথা পুলিশের। কিন্তু উল্টোডাঙায় সেই ছবি দেখা যাচ্ছে না। চোখে পড়েনি পুলিশি তত্পরতা।

WB Corona LIVE Updates: মাস্ক ছাড়াই ঘোরাফেরা, মানিকতলায় বিধিভঙ্গের ছবি

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। বিনা মাস্কে ঘোরাফেরা, সামাজিক দূরত্ববিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক পদক্ষেপ করার কথা পুলিশের। কিন্তু মানিকতলায় সেই ছবি দেখা যাচ্ছে না। চোখে পড়েনি পুলিশি তত্পরতা।

প্রেক্ষাপট

কলকাতা : রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৪ হাজার। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করোনার সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন । এই মুহূর্তে রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৮০৬১ । গত বছর এবং এ বছর এ রাজ্যে মোট করোনায় মৃত্যু ১০ হাজার ৮৮৪ জনের । তার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের ।


 পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাইরে বেরোনোর ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। এই মর্মে নয়া নির্দেশ রাজ্য সরকারের। মাস্ক না পরলে ও শারীরিক দূরত্ববিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল নবান্ন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.