WB Corona LIVE Updates: রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ১৬ হাজার, মৃত্যু ৫৭ জনের

ন্যাশনাল মেডিক্যাল কলেজে টিকাকরণ বন্ধ থাকবে ৫দিন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Apr 2021 07:18 AM

প্রেক্ষাপট

কলকাতা : রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৪ হাজার। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী,...More

COVID-19 LIVE Updates: ১৬ হাজারের দোরগোড়ায় রাজ্যের দৈনিক সংক্রমণ।

১৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল রাজ্যে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘম্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের। এই সময় ব্যবধানে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৭৭৯ জন ও ৩ হাজার ১৪০ জন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৪০৭ জন।