কলকাতা: লাগাতার চতুর্থ দিন রাজ্যে একদিনে পঞ্চাশের বেশি মৃত্যু হল করোনায়। যা ফের নতুন করে তৈরি করছে উদ্বেগের মেঘ।


ভারতে ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ৮৮ লক্ষ ছাড়িয়েছে। এই প্রেক্ষাপটে রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের।

শনিবার সংখ্যাটা ছিল ৫৩। শুক্রবার ৫১। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩ জন। শনিবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৮২৩। শুক্রবার ৩ হাজার ৮৩৫। এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৪ লক্ষ ৩১ হাজার ৫৫১ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৬১ জনের। এখনও অবধি করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৩ লক্ষ ৯৪ হাজার ৫৭৬ জন।

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮০ জন। সুস্থতার হার ৯১.৪৩ শতাংশ। রাজ্যে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৯ হাজার ৩১৪।