কলকাতা :  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলায় অমিত শাহকে আদালতে হাজিরার জন্য সমন। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় সশরীরের অমিত শাহকে বা তাঁর কোনও প্রতিনিধিকে হাজির হতে নির্দেশ দিয়েছে সাংসদ ও বিধায়কদের বিশেষ আদালত।


 


দেশের প্রত্যেক রাজ্যে সাংসদ ও বিধায়কদের জন্য রয়েছে বিশেষ আদালত। সেখানেই ১৮ অগাস্ট ২০১৮তে মেয়ো রোডের সভা থেকে অমিত শাহের করা মন্তব্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 


যে সভা নিয়ে মানহানির মামলা, অভিযোগ সেখানে জনসভা থেকে দাঁড়িয়ে অমিত শাহ অভিয়োগ করেছিলেন অভিষেক বিভিন্ন আর্থিক দুর্নীতিতে যুক্ত। সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের টাকা সিন্ডিকেট করে তিনি পৌঁছতে দিচ্ছেন না বলেও চড়া সুরে আক্রমণ শানিয়েছিলেন।


 


যার বিরুদ্ধে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্য ছিল, অমিত শাহের আনা সব অভিযোগ ভিত্তিহীন। কোনও প্রমাণ তাঁর কাছে নেই অভিযোগ করে সাংসদ ও বিধায়কদের জন্য রয়েছে বিশেষ আদালত দায়ের করেছিলেন মানহানির মামলা।


 


সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের প্রত্যেকটি রাজ্যে রয়েছে এরকম বিশেষ আদালত। দীর্ঘদিন বারাসতে সেই আদালত থাকার পর গত ১ ফেব্রুয়ারি থেকে তা স্থানান্তরিত হয়েছে বিধাননগরে।


 


আদালতের যে সিদ্ধান্ত নিয়ে জানতে চাওয়া হলে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, 'নিয়মনিষ্ট দল হিসেবে আদালতের নির্দেশ মেনে চলব আমরা।' যদিও যার পরই তার খোঁচা, 'একদিকে আদালতে যাচ্ছেন অন্যদিকে বিনয় মিশ্রের মতো লোককে আড়াল করছেন। জেনে রাখুন জনতার আদালত থেকে আপনারা বিতাড়িত।'