কলকাতা: বিজেপির দলে সদ্য আগতদের জন্য আজ অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির (BJP) একাধিক নেতা। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ অন্যরা। হেস্টিংসে বিজেপি দফতরে অনুষ্ঠানের আগে অশান্তি হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলকে কালো পতাকা দেখায় শাসক দলের কর্মী সমর্থকেরা। যা নিয়ে ধুন্ধুমার বাধে।
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, 'একজোট হয়ে কাজ করব। লক্ষ্য একটাই বাংলাকে সোনার বাংলা করা। আমি যে দল করে এসেছি, তা এখন কোম্পানিতে পরিণত হয়েছে, সেখানে কোনও শৃঙ্খলা নেই। ২১ বছর এই দল করেছি, লজ্জা হচ্ছে।'
বিজেপিতে সদ্য আগতদের জন্য আয়োজিত সম্বর্ধনা সভায় শুভেন্দু বলেন, ‘দল আমাকে সুযোগ গিয়েছে। ইতিমধ্যেই পূর্বস্থলীতে বক্তব্য পেশ করতে পেরেছি। দলের হয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতে থাকার সুযোগ না দিলে আমরা থাকতেই পারতাম না। সেই আত্মবলিদানের মর্যাদা দেওয়ার চেষ্টা করব দল হিসাবে। এই বাংলাকে সোনার বাংলা করার যে স্লোগান ভারতীয় জনতা পার্টি দিয়েছে, তা পূরণ করাই আমাদের সকলের সম্মিলিত লক্ষ্য হবে।’
আক্রমণের সুর চড়িয়ে শুভেন্দু বলেন, ‘আমি যে রাজনৈতিক দল করে এসেছি, সেই দল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক দলে নেই কোনও শৃঙ্খলা। সেই দল ছেড়ে বেরিয়ে আসার পর যে দল আমাদের সুযোগ দিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে তাদেরই জেতানোর চেষ্টা করব। দিলীপ ঘোষের নেতৃত্বে দল রাজ্যের প্রধান বিরোধী পার্টি হয়ে উঠেছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা অনেক মার খেয়েছেন, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। ১৩৫ জন কর্মীর আত্মবলিদান হয়েছে। বাকি যা কাজ আছে, নিজেরা দায়িত্ব নিয়ে করব। পার্টিকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চেষ্টার কসুর করব না। কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার না থাকলে অর্থনৈতিক সংকট কাটবে না। বাংলাকে মোদিজির হাতে তুলে দিতে হবে।’
শুভেন্দুর কটাক্ষ, ‘দেশের সব রাজ্যে বিজেপি সরকার নেই। কিন্তু কেন্দ্রের প্রকল্প সকলে গ্রহণ করেছে। উপকৃত হয়েছে। আর বাংলা বঞ্চিত হয়েছে। আজ যেভাবে সম্বর্ধনা অনুষ্ঠানের আগে হামলা করা হল, লজ্জা লাগছে এই দলে ২১ বছর ছিলাম বলে।’
Suvendu Adhikari: বাংলাকে মোদিজির হাতে তুলে দিতে হবে, না হলে অর্থনৈতিক সংকট কাটবে না, বলছেন শুভেন্দু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Dec 2020 02:53 PM (IST)
বিজেপির দলে সদ্য আগতদের জন্য আজ অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির (BJP) একাধিক নেতা। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ অন্যরা। হেস্টিংসে বিজেপি দফতরে অনুষ্ঠানের আগে অশান্তি হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলকে কালো পতাকা দেখায় শাসক দলের কর্মী সমর্থকেরা। যা নিয়ে ধুন্ধুমার বাধে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -