পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:


হেমন্তেও মুখভার আকাশের। বৃষ্টি-বাদল (Rain) মাথায় নিয়েই সপ্তাহের শুরু হতে চলেছে। রবিবার থেকেই বৃষ্টির দাপট দেখতে শুরু করেছে বাংলা (West Bengal)। সোমবারও এই আবহাওয়াই (Weather) থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


তবে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন। অনেকটাই কমবে রাতের তাপমাত্রা। ফের নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার থেকে বৃষ্টির ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে রেকর্ড হারে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৮ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। 


আরও পড়ুন, দিল্লিতেও 'দুয়ারে সরকার'? আন্তর্জাতিক বাণিজ্যমেলায় থিম বাংলার


হাওয়া অফিস সূত্রে খবর, পূবালি হাওয়ায় ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে পূবালি বাতাস। তার দাপটে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তৈরি হচ্ছে মেঘপুঞ্জ। সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।


শনিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হয়েছে রবিবার। আজও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, এমনটাই জানান হয়েছে।


এদিকে, রাতের তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে ফিরবে শীতের আমেজ। ভোরে ও রাতে হিমেল ভাব যদিও রয়েছে শহর ও শহরতলির বাতাসে। তবে এখনই জাঁকিয়ে শীত নয়। তার জন্য আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।