বিজেন্দ্র সিংহ, দিল্লি: দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে দিল্লিতে ৪০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (Internation Trade Fair) যোগ দিয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের (West Bengal) প্যাভেলিয়নে বিশ্ব বাংলার (Biswa Bangla) আদলে গেটের পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রিজ (Howrah Bridge), দক্ষিণেশ্বর (Dakkhineswar) থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria memorial)। 


তুলাইপাঞ্জি, সন্দেশ থেকে শাড়ি, ব্যাগ, আচার...যা আছে সবই বাংলার। দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের প্যাভিলিয়নের ছবিটা এরকমই।  নাম রাখা হয়েছে দুয়ারে সরকার। ঢুকতেই বাঁ দিকে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা।  


পশ্চিমবঙ্গের প্যাভেলিয়নে বিশ্ব বাংলার আদলে গেটের পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে দিল্লিতে ৪০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যোগ দিয়েছে বাংলা। 


আরও পড়ুন, সিবিআই ও ইডি অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র, মিলল রাষ্ট্রপতির সম্মতি


পশ্চিমবঙ্গ রেসিডেন্ট কমিশনার  কৃষ্ণা গুপ্তা বলেন, এবার ট্রেড ফেয়ারের থিম আত্মনির্ভর ভারত, এখানে পশ্চিমবঙ্গের নিজের জিনিস, কোভিডকালে ২ বছর পর ছোট করে হচ্ছে। মেলার প্রথম দিনেই মিষ্টির স্টলে ভিড় জমান অনেকেই। চেখে দেখেন বাংলার নিজস্ব স্বাদ।


করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর, রাজ্যে ফের শিল্প সম্মেলনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে বঙ্গে লগ্নির পরিবেশ তুলে ধরতে তৈরি করা হয়েছে স্টল। ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। 


এদিকে চলতি মাসের শুরুতেই রাজ্যে ফের দুয়ারে সরকার প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মাস ছয়েক আগেই 'দুয়ারে সরকার' (Duare Sarkar) নামক কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার শিবিরও করা হয়। পুজোর আগে বন্ধ হয়ে যায় এই প্রকল্পটি। যদিও এবার ফের রাজ্যে এই দুয়ারে সরকার চালু হতে চলেছে। 


প্রসঙ্গত, কালীপুজোর উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "১৬ নভেম্বর থেকে আবার শুরু হবে দুয়ারে সরকার"। এর আগে ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলতে শোনা যায় যে, "উপনির্বাচনের জেরে দুটি এলাকায় দুয়ারে সরকার পুরো করতে পারিনি। কালীপুজোর পর ফের শুরু হবে।"