ভুয়ো খবর সহ নানা অভিযোগ, ভারতের জন্য গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করল হোয়াটসঅ্যাপ
Web Desk, ABP Ananda | 23 Sep 2018 03:03 PM (IST)
নয়াদিল্লি: ভুয়ো খবর সহ একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের জন্য গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করল হোয়াটসঅ্যাপ। এই গ্রিভ্যান্স অফিসারের নাম কোমল লাহিড়ী। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে, ই-মেল করে বা সরাসরি কোমলকে চিঠি লিখে সাহায্য চাইতে পারেন যে কোনও ব্যক্তি। কোনও অভিযোগ থাকলে সেটাও জানানো যেতে পারে। বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুজব ও ভুয়ো খবর ছড়িয়ে পড়ার অভিযোগ উঠছে। এর ফলেই দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা বাড়ছে বলেও অভিযোগ। এই কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে ভুয়ো খবর ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে বলা হচ্ছিল। গত মাসেই হোয়াটসঅ্যাপের প্রধান ক্রিস ড্যানিয়েলসের সঙ্গে বৈঠক করেন তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কেন্দ্রের চাপেই অগাস্টের শেষদিকে গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করা হয়েছে বলে সূত্রের খবর।