করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, সেলফ আইসোলেশানে 'হু' প্রধান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2020 10:50 AM (IST)
করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সেলফ আইসোলেশানে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। ট্যুইট করে নিজেই জানালেন খবর।
নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সেলফ আইসোলেশানে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। ট্যুইট করে নিজেই জানালেন খবর। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করেন টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। লেখেন, 'আমি একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম। আমি সুস্থ এবং আমার কোনও উপসর্গও নেই। তবুও 'হু' এর বিধি অনুসারে আমি কিছুদিন সেলফ কোয়ারান্টিনে থাকব। প্রটোকল মেনে বাড়ি থেকেই কাজ করব।' এর সঙ্গে আরও কয়েকটি ট্যুইট করেন টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। লেখেন, 'আমাদের প্রত্যেকের উচিত কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা। কারণ কোভিড সংক্রমণের চেন ভাঙার এটাই একমাত্র উপায়। আমি এবং আমার সহকর্মীরা সবসময় চেষ্টা করব মানুষের জীবনরক্ষার জন্য যা যা প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ করব।' সম্প্রতি কোভিড ঠেকাতে ৫টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে 'হু'। সরকার প্রেরিত কোভিডবিধি মেনে চলার সঙ্গে সঙ্গে সচেতনতা প্রচারের কথাও বলা হয়েছে। এছাড়াও সঠিকভাবে ব্যবহার করতে হবে হাসপাতাল ও আইসিইউ সুবিধার। প্রত্যেকদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আনলকপর্বে যেমন ছাড় মিলেছে বেশ কিছু সুযোগ সুবিধায়, তেমনই ছড়াচ্ছে সংক্রমণও।