জেনেভা: শরীরে অ্যান্টিবডি তৈরি হলেই যে আর করোনা সংক্রমণ হবে না, সে বিষয়ে নিশ্চিত নয় হু। জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টপ এমার্জেন্সি এক্সপার্ট মাইক রায়ান। জেনেভায় এক বৈঠকে এই কথা বলেন তিনি। করোনার অ্যান্টিবডি তৈরি নিয়ে তেমন কোনও আশার কথা শোনাল না হু।


রায়ান বলেন, যদিও বা অ্যান্টিবডি কার্যকর হয়ও, তাহলে অনেক মানুষের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, তার লক্ষণও দেখা যেত। সেটা চোখে পড়ছে না। সেই সঙ্গে জনসংখ্যার একটা বড় অংশেরই হয়ত প্রতিরোধ ক্ষমতা তৈরি হত। সেটাও হচ্ছে না।

‘আমাদের কাছে খবর আসছে, খুবই কম লোকের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে।’, জানালেন রায়ান।

তিনি আরও বলেন, “ আশা করা হচ্ছিল...সমাজে বেশির ভাগ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করেছে। কিন্তু বাস্তবে তা ঘটেনি, তথ্য ও সমীক্ষা তাই বলছে। তাই সরকারের সমস্যা এখন সমাধান হবে না।”