নয়াদিল্লি: ‘হাউডি মোদি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি-কে কটাক্ষ করে ট্যুইটারে জওহরলাল নেহরু ও ইন্দিরা গাঁধীর একটি ছবি দিয়ে নিজেই বিড়ম্বনায় পড়লেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি ইন্দিরাকে ‘ইন্ডিয়া গাঁধী’ বলে উল্লেখ করেন। ইন্দিরা ও নেহরুর যে ছবিটি ১৯৫৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বলে দাবি করেন তারুর, সেটি আসলে মস্কোর। এই ভুলের জন্য তারুরকে ব্যঙ্গ-বিদ্রুপ করছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে তারুরের সাফাই, ‘এই ছবিটি আমাকে ফরোয়ার্ড করা হয়েছিল। আমাকে বলা হয়েছে, ছবিটি সম্ভবত সোভিয়েত ইউনিয়ন সফরের, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। যদি সেটাও হয়, তাহলেও বার্তার কোনও বদল হচ্ছে না। আসল কথা হল, প্রাক্তন প্রধানমন্ত্রীরাও বিদেশে জনপ্রিয়তা পেয়েছিলেন। নরেন্দ্র মোদি সম্মানিত হলে সেটা ভারতেরই সম্মান।’