মুম্বই: নয়াদিল্লি: ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হলেও, ভারতে এখনও নিষিদ্ধ করা হয়নি পাবজি। চিনা সংস্থা টেনসেন্ট হোল্ডিংসয়ের তৈরি ব্যাটল রয়্যাল গেম, পাবজি মোবাইলও নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি। পাবজি নিষিদ্ধ না হওয়ার পিছনে যে কারণগুলির কথা বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম হল, দেশের নিরাপত্তার পক্ষে এই অ্যাপ বিপজ্জনক নয়। এছাড়া এই অ্যাপটি পুরোপুরি চিনা সংস্থার নিয়ন্ত্রণাধীন নয়। দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা ব্লুহোল প্রাথমিকভাবে এই গেম তৈরি করে। অ্যাপটিও দক্ষিণ কোরিয়ার সংস্থাটির নিয়ন্ত্রণে। এই গেমটি জনপ্রিয় হয়ে ওঠার পর ব্লুহোলের সঙ্গে চুক্তি করে চিনের সংস্থাটি। এরপর থেকে দু’টি সংস্থা মিলিতভাবে অ্যাপটি বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে। ভারতে পাবজির ডিস্ট্রিবিউটর টেনসেন্ট হোল্ডিংস।
সূত্রের খবর, চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার সময় পাবজি নিয়েও আলোচনা করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিরাপত্তাজনিত কারণে পাবজি নিষিদ্ধ করার প্রয়োজন নেই। সেই কারণেই পাবজিকে ছাড় দেওয়া হল।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
কেন নিষিদ্ধ হয়নি পাবজি? পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2020 03:40 PM (IST)
পাবজি নিষিদ্ধ না হওয়ার পিছনে যে কারণগুলির কথা বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম হল, দেশের নিরাপত্তার পক্ষে এই অ্যাপ বিপজ্জনক নয়। এছাড়া এই অ্যাপটি পুরোপুরি চিনা সংস্থার নিয়ন্ত্রণাধীন নয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -