ভোপাল: অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের ইঙ্গিত দেওয়া হলেও, বিজেপি-র জয়ের বিষয়ে আশাবাদী রাজ্যে দলের সহ-সভাপতি সুদর্শন গুপ্ত। তাঁর দাবি, মধ্যপ্রদেশে বিজেপি ১৪০ থেকে ১৬৫টি আসন জিতবে।


২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে গত ২৮ নভেম্বর। মঙ্গলবার হবে ভোটগণনা। তার আগে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদর্শন বলেছেন, ‘আমরা যা খবর পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি, বিজেপি ১৪০ থেকে ১৬৫টি আসন পাবে এবং শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গড়বে।’

বিজেপি সূত্রে খবর, দলীয় বৈঠকে শিবরাজ সহ দলের শীর্ষস্তরের নেতারা হাজির ছিলেন। এই বৈঠকে নির্বাচনে দলের জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আজ বিজেপি-র সব প্রার্থীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শিবরাজের। গণনার দিন সতর্ক থাকার কথা বলা হবে প্রার্থীদের।