নয়াদিল্লি: দেশীয় কোম্পানিগুলির জন্য প্রযোজ্য কর্পোরেট কর ৩০ থেকে কমিয়ে ২২ শতাংশ করল কেন্দ্রের সরকার। অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে দাবি সরকারের। সব সেস ও সারচার্জ ধরা আছে এই ২২ শতাংশের মধ্যে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, কর ছাড়ের ফলে মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে বিনিয়োগে জোয়ার আসবে, কর্মসংস্থান ও আর্থিক কর্মকাণ্ড চাঙ্গা হবে, যার জেরে রাজস্ব বাড়বে।
ট্যুইট করে সীতারামনের ঘোষণার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা ‘১৩০ কোটি ভারতীয়ে’র জয় বলেছেন তিনি। তা ‘ঐতিহাসিক’ও বলেছেন মোদি। দুটি ট্যুইট করেছেন তিনি। একটিতে বলেছেন, কর্পোরেট কর হ্রাসের পদক্ষেপ ঐতিহাসিক। এতে মেকইনইন্ডিয়া কর্মসূচি বিরাট চাঙ্গা হবে। সারা বিশ্ব থেকে বেসরকারি বিনিয়োগ উত্সাহ দেবে, আমাদের বেসরকারি ক্ষেত্রে প্রতিযোগিতার মান বাড়বে, আরও কর্মসংস্থান হবে, ১৩০ কোটি ভারতীয়ের বিরাট লাভ হবে।
আরেকটি ট্যুইটে লেখেন, গত কয়েক সপ্তাহে যেসব ঘোষণা করা হয়েছে, সেগুলি থেকে স্পষ্ট, আমাদের সরকার ভারতকে ব্যবসাবাণিজ্য করার উন্নত জায়গা করে তুলতে, সমাজের সব অংশের সামনে সুযোগ বাড়াতে, ভারতকে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও সমৃদ্ধি আনতে কোনও চেষ্টাই বাকি রাখছে না।





গত জুনের ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার গত ৬ বছরে সবচেয়ে কমে ৫ শতাংশে নেমেছে।
আয়কর আইনে নতুন বিধি ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ১ অক্টোবরের পর সামিল নতুন ঘরোয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি কোনও ইনসেনটিভ ছাড়া ১৫ শতাংশ হারে আয়কর দিতে পারেন।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবর্ষ থেকে নতুন বিধি কার্যকর হবে।



সীতারামন আরও বলেন, যেসব কোম্পানি ইনসেনটিভ বা ছাড় পেয়ে চলেছে, তাদের জন্য ন্যূনতম বিকল্প কর বা মিনিমাম অল্টারনেট ট্যাক্স (ম্যাট) এখনকার সাড়ে ১৮ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে।
দেশীয় কোম্পানিগুলির জন্য কার্যকর হতে চলা নতুন কর হার সারচার্জ ও সেস মিলিয়ে হবে ২৫.১৭ শতাংশ, নতুন ঘরোয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির জন্য হবে ১৭.০১ শতাংশ। যেসব কোম্পানি চলতি ছাড় ও ইনসেনটিভ নিচ্ছে না, তাদের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে।
কর্পোরেট কর ছাড়ের জেরে সরকারের বছরে মোট ১.৪৫ লক্ষ কোটি টাকা রাজস্ব আয় কমতে পারে বলে হিসাব কষা হয়েছে। ঘরোয়া কোম্পানিগুলির কর্পোরেট কর ছাড় কার্যকর হচ্ছে এ বছরের ১ এপ্রিল থেকে। আর নতুন ঘরোয়া কোম্পানিগুলির ক্ষেত্রে পরিবর্তন কার্যকর হবে সেইসব সংস্থার জন্য যারা ১ অক্টোবর বা তারপর অন্তর্ভুক্ত হবে এবং উত্পাদন শুরু করবে ২০২৩ এর ৩১ মার্চ বা তার আগে।
পাশাপাশি মূলধনী বাজারে তহবিল সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার আরও জানিয়েছে, বাজেটে ঘোষিত বর্ধিত সারচার্জ ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের (এফপিআই) হাতে থাকা ডেরিভেটিভ সহ যে কোনও সিকিউরিটি বিক্রি থেকে আসা মূলধনী লাভের ওপর প্রযোজ্য হবে না।
এদিকে কর্পোরেট কর ছাড়ের ঘোষণায় শেয়ার বাজার ব্যাপক চাঙ্গা হয়েছে। সীতারামনের ঘোষণা পরই এক ধাক্কায় ১৯৩৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স উঠে যায় ৩৮০২৬.৯৮ –এ। ২০০৯ এর মে মাসে কেন্দ্রে ইউপিএ ক্ষমতায় আসার পর সেনসেক্স ঊর্ধ্বমুখী হয়েছিল ব্যাপক। তারপর আজই এই প্রথম, একদিনে সেনসেক্স এতটা বাড়ল, ১৮ শতাংশ। নিফটিও ২৫৪ পয়েন্ট বেড়ে হয় ১০৯৫৯.১০।