কোটা: ঘুমের মধ্যে নিজের সন্তানকেই ট্যাঙ্কের জলে ডুবিয়ে মারার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। পুলিশ সূত্রের খবর, বছর ৩৫ এর এক মহিলা ঘুমের মধ্যেই তাঁর ৬ মাসের সন্তানকে জলের ট্যাঙ্কে ডুবিয়ে দেন। ঘটনাটি ঘটে রবিবার রাতে। অভিযোগ, দীপিকা গুজ্জর নামে ওই মহিলা গভীর রাতে তাঁর সন্তানকে তিন তলায় জলের ট্যাঙ্কে ডুবিয়ে দেন। তারপর তিনি আবার নীচে নেমে ঘুমিয়েও পড়েন।
রাত দেড়টা নাগাদ বাচ্চাটির খোঁজ পড়ে। খুঁজতে খুঁজতে ওই মহিলার স্বামী সীতারাম গুজ্জর ও তাঁর শাশুড়ি মা ট্যাঙ্কের কাছে গিয়ে পৌঁছায় ও শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।
প্রথমে পুলিশকে তদন্তে অসহযোগিতা করলেও পরে জেরার মুখে ভেঙে পড়েন ওই মহিলা। তিনি স্বীকার করে নেন, ‘না জেনে-শুনেই’ এই অপরাধ ঘটিয়েছেন তিনি। খুনের কারণ অবশ্য এখনও জানা যায়নি। ওই মহিলাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় গ্রেফতার করেছে পুলিশ।
যদিও মহিলার স্বামী ও শ্বাশুড়িকেও সন্দেহের বাইরে রাখছে না পুলিশ। সূত্রের খবর, ওই মহিলার মানসিক রোগের কোনও ইতিহাস নেই।