পটনা: ৬ মাসের বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে পরিবারের লোকজন সায় না দেওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়ে দিলেন তেজপ্রতাপ যাদব। সিদ্ধান্তে অনড় লালুপ্রসাদ যাদবের বিধায়ক-পুত্র, যিনি দুমদাম মাথা গরম করে ফেলেন বলে শোনা যায়। তেজপ্রতাপকে গত শনিবার শেষ দেখা গিয়েছিল বুদ্ধগয়ায়। রাঁচির হাসপাতালে অসুস্থ বাবার সঙ্গে দেখা করে বুদ্ধগয়ার এক হোটেলে ওঠেন তিনি। আরজেডি সভাপতি লালু নাকি বড় ছেলের ডিভোর্স চাওয়ার সিদ্ধান্তে অখুশি। পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত লালু বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত কারণে রাঁচির হাসপাতালে রয়েছেন।
গত ১২ মে তেজপ্রতাপের সঙ্গে দলীয় বিধায়ক চন্দ্রিকা রাইয়ের মেয়ে তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্যা রাইয়ের বিয়ে দেন লালু-রাবড়ি দেবী। কিন্তু ৬ মাসের মধ্যেই দাম্পত্যে চিড়।
শুক্রবার হরিদ্বার থেকে বিহারের একটি সংবাদ চ্যানেলকে ফোনে দেওয়া সাক্ষাত্কারে তেজপ্রতাপ বলেন, আমাদের ব্যবধান ঘোচার নয়। বিয়ে পাকা হওয়ার আগেই এটা আমি বাবা-মাকে জানিয়েছিলাম। কিন্তু তখনও যেমন কেউ আমার কথা শোনেনি, এখনও শুনছে না। আমার সিদ্ধান্তে যতক্ষণ না ওরা সহমত হচ্ছে, কী করে বাড়ি ফিরি?
তাঁর বৈবাহিক অশান্তিতে শ্বশুরবাড়ির কিছু লোক সহ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের ভূমিকায়ও ক্ষোভ জানিয়েছেন তেজপ্রতাপ।
ছোট ভাই তেজস্বী যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তেজপ্রতাপ, তবে বলেছেন, দিল্লিতে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে থাকতে পারছেন না। দিনদিন ছোট ভাইয়ের দলে প্রভাব-প্রতিপত্তি নাকি বাড়ছে, যাতে তিনি খুশি নন, এমন জল্পনাও খারিজ করে দেন তেজপ্রতাপ। বলেন, তেজস্বীকে আমার আশীর্বাদ রইল। হয়তো বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে ও। আমি ওর পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেব, যেভাবে মহাভারতের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের সহায় হয়েছিলেন।
এদিকে এর মধ্যেই উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে রাজ মিশ্র নামে এক পূজারী জানিয়েছেন, সেখানকার মা বিন্ধ্যবাসিনী দেবী মন্দিরে ১১ দিনের পুজো, হোম-যজ্ঞ হয়েছে যাতে তেজপ্রতাপের বিয়ে ভেঙে না যায়, তাঁর গোটা পরিবারে শান্তি থাকে। লালুর পরিবারের মন্দিরের দেবীর ওপর অগাধ বিশ্বাস, মাঝেমধ্যেই তারা সেখানে পুজোও দেয়। মিশ্র বলেন, লালুর পরিবারের মঙ্গল কামনায় গ্রহ নক্ষত্রকে তুষ্ট রাখতে ১১ দিনের পুজো করেছেন তিনি। এ নিয়ে তেজপ্রতাপের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে বলেও দাবি মিশ্রের।
ডিভোর্সের সিদ্ধান্তে পরিবারের লোকজন সায় না দেওয়া পর্যন্ত ঘরে ফিরছেন না, হরিদ্বার থেকে জানিয়ে দিলেন তেজপ্রতাপ, বিয়ে বাঁচাতে ১১ দিনের হোম-যজ্ঞ মির্জাপুরের মন্দিরে
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2018 08:02 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -