অবসর নিলে বিশ্বক্রিকেটে গেইলের অভাব অনুভূত হবে, বিশ্বকাপে শেষ ম্যাচ খেলার পর ক্যারিবিয়ান তারকাকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের
Web Desk, ABP Ananda | 05 Jul 2019 01:23 PM (IST)
পাঁচটি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন গেইল। আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলেই অবসর নেবেন বলে ঘোষণা করেছেন বিধ্বংসী বাঁহাতি ব্যাটসম্যান
লিডস: বৃহস্পতিবারই বিশ্বকাপ শেষ হল ওয়েস্ট ইন্ডিজের। এবং বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রিস গেইল। ম্যাচের পর গেইলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। তারকা সতীর্থকে বিশেষ সম্মান প্রদর্শনও করলেন সকলে। পাঁচটি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন গেইল। আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলেই অবসর নেবেন বলে ঘোষণা করেছেন বিধ্বংসী বাঁহাতি ব্যাটসম্যান। বৃহস্পতিবার আফগানিস্তানকে হারানোর পর উইকেটকিপার শাই হোপ বলেছেন, ‘অবসর নিলে সারা বিশ্বে ওর অভাব অনুভূত হবে। ক্রিকেটের পক্ষেও সেটা হবে খুব দুঃখের দিন।’ গেইলের কোন ব্যাপারটা সবচেয়ে বেশি মিস করবেন? ম্যাচের সেরার স্বৃীকৃতি পাওয়া হোপ বলেছেন, ‘সম্ভবত ওর সানগ্লাসগুলো। তবে ক্রিসের মধ্যে এরকম অনেক ব্যাপার রয়েছে।’ পাঁচটি বিশ্বকাপে ৩৪ ইনিংসে ৩৫.৯৩ গড়ে ১১৮৬ রান করেছেন গেইল। তাঁর স্ট্রাইক রেট ৯০.৫৩। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৬টি উইকেট। অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট বলেছেন, ‘প্রথম যখন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলাম, ক্রিস গেইলের বিশেষত্ব এবং অবদান কী সেটাই বুঝতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত আমার সংক্ষিপ্ত কেরিয়ারে এটাই সবচেয়ে বড় আক্ষেপ রয়ে গেল। তবে জাতীয় দলের হয়ে ওকে যতটুকু পেয়েছি এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ড্রেসিংরুমে সময় কাটিয়ে বুঝেছি ওর মহত্বটা কোথায়। এখন আমি জানি শুধু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নয়, বিশ্বক্রিকেটে ওর গুরুত্ব কোথায়। যখনই অবসর নিক না কেন, বিশ্বক্রিকেটে ওর অভাব অনুভূত হবে।’