Cyclone Yaas Live Updates: কাল ইয়াসবিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

Yaas Cyclone Live Updates in West Bengal: গতকাল, বুধবার সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়। ইয়াস আছড়ে পড়ার আগে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 May 2021 04:09 PM

প্রেক্ষাপট

নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরের দক্ষিণ দিকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল, বুধবার সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর...More

Cyclone Yaas Live Updates: ঘূর্ণিঝড়ের জেরে প্রবল জলোচ্ছ্বাসে তছনছ দিঘা

ঘূর্ণিঝড়ের জেরে প্রবল জলোচ্ছ্বাসে তছনছ দিঘা। ভেঙে পড়েছে সমুদ্র সৈকত সংলগ্ন দোকানপাট। বিপর্যস্ত চাঁদপুরের পর্যটনকেন্দ্রও। জলের তলায় গ্রামের পর গ্রাম। সব হারিয়ে নিঃস্ব বহু পরিবার।