Cyclone Yaas Live Updates: কাল ইয়াসবিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

Yaas Cyclone Live Updates in West Bengal: গতকাল, বুধবার সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়। ইয়াস আছড়ে পড়ার আগে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 May 2021 04:09 PM
Cyclone Yaas Live Updates: ঘূর্ণিঝড়ের জেরে প্রবল জলোচ্ছ্বাসে তছনছ দিঘা

ঘূর্ণিঝড়ের জেরে প্রবল জলোচ্ছ্বাসে তছনছ দিঘা। ভেঙে পড়েছে সমুদ্র সৈকত সংলগ্ন দোকানপাট। বিপর্যস্ত চাঁদপুরের পর্যটনকেন্দ্রও। জলের তলায় গ্রামের পর গ্রাম। সব হারিয়ে নিঃস্ব বহু পরিবার।

Yaas Cyclone Live: ইয়াসের তাণ্ডবলীলার ক্ষত সুন্দরবনজুড়ে

ইয়াসের তাণ্ডবলীলার ক্ষত সুন্দরবনজুড়ে। গোসাবা, পাখিরালয়, ঝড়খালি প্রভৃতি এলাকায় গ্রামের পর গ্রাম জলমগ্ন। দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা।

Cyclone Yaas Live Updates: বাঁধ নির্মাণ নিয়ে সেচ দফতরকে কড়া প্রশ্ন মুখ্যমন্ত্রীর

আমফানের পর বাঁধ মেরামতি হলেও, এক বছরের মধ্যে তা কেন ভেসে গেল? কোথাও কোথাও বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও, নির্দিষ্ট সময় পর কেন তা শেষ হল না? সেচ দফতরকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। 

Yaas Cyclone Live: কালীঘাট মন্দিরের দরজা পর্যন্ত জল

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস এখন নিম্নচাপ। তার জেরে কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি। জল জমেছে কালীঘাটের বিভিন্ন অংশে। কালীঘাট মন্দিরের দরজা পর্যন্ত জল। কটালের কারণে লক গেট বন্ধ ছিল বিকেল ৪টে পর্যন্ত। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কটালের কারণে জল বাড়ছে গঙ্গায়। 

Cyclone Yaas Live Updates: কাল বাংলা-ওড়িশা পরিদর্শনে প্রধানমন্ত্রী

কাল বাংলা-ওড়িশা পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কপ্টারে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন করবেন তিনি। পূর্ব মেদিনীপুর, বালেশ্বর, ভদ্রকে ক্ষয়ক্ষতি পরির্দশনের পর ভুবনেশ্বরে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

Yaas Cyclone LIVE: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস এখন নিম্নচাপ, দফায় দফায় বৃষ্টি কলকাতায়

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস এখন নিম্নচাপ। তার জেরে কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি। জল জমেছে কালীঘাটের বিভিন্ন অংশে। কালীঘাটের মন্দিরের দরজা পর্যন্ত জল। কটালের কারণে লক গেট বন্ধ থাকবে বিকেল ৪টে পর্যন্ত। বিকেল ৪টে পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। এই সময়ে বৃষ্টি চললে জল জমার আশঙ্কা> ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কটালের কারণে জল বাড়ছে গঙ্গায়। 

Cyclone Yaas Live Updates: সামুদ্রিক জলোচ্ছ্বাসে পেটুয়াঘাট মৎস্য বন্দরে ডুবল একটি ট্রলার

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পূর্ব মেদিনীপুরের কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দর। ইয়াসের তাণ্ডবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ডুবে যায় একটি ট্রলার। বেশ কয়েকটি ট্রলার ক্ষতিগ্রস্ত। মত্স্য বন্দরের ভিতর পেট্রোল পাম্প, বরফকল, হিমঘর জলমগ্ন। জুনপুট কোস্টাল থানাতেও জল ঢোকে। জল নামার পর দেখা যায় কাদামাটি জমে আছে। প্রাথমিকভাবে কাদামাটি সরানোর কাজ শুরু হয়েছে। জলের তলায় মৎস্য বন্দর লাগোয়া শুঁটকি উত্পাদন কেন্দ্রও। 

Yaas Cyclone LIVE: দুপুরে আচমকা কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি

দুপুরে আচমকা কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি। জল জমেছে কালীঘাটের বিভিন্ন অংশে। কটালের কারণে লক গেট বন্ধ থাকবে বিকেল ৪টে পর্যন্ত। 

Cyclone Yaas Live Updates: ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের জের, ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের জের। ক্ষতিগ্রস্ত ফ্রেজারগঞ্জ, লক্ষ্মীপুর-সহ বিভিন্ন এলাকার সমুদ্র বাঁধ। এদিন পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বাঁধ মেরামতিতে ত্রুটি ছিল, জানিয়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীকে জানিয়ে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে তাঁর আশ্বাস। 

Yaas Cyclone LIVE: কটালের কারণে গঙ্গায় বাড়ছে জলস্তর

আগামী দু-তিন ঘণ্টায় কলকাতায় দফায় দফায় বৃষ্টি। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কটালের কারণে জল বাড়ছে গঙ্গায়
আদি গঙ্গার জলে প্লাবিত কালীঘাটের একাংশ। কটালের কারণে লকগেট বন্ধ। বৃষ্টিতে বেশ কিছুক্ষণ জলমগ্ন থাকার আশঙ্কা। 

Cyclone Yaas Live Updates: ঝড়ে লন্ডভন্ড অশোকনগর ও ব্যারাকপুরের একাংশ

মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড অশোকনগর ও ব্যারাকপুরের একাংশ। প্রশাসন সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ ঝড় বয়ে যায়। তাতেই ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি। সবথেকে ক্ষতি হয়েছে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর ও গুমা খ্রিস্টানপাড়া। ঘটনাস্থলে যান অশোকনগরের বিধায়ক।ঝড়ে বিপর্যস্ত ব্যারাকপুরের একাংশও। 

Yaas Cyclone LIVE: নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল

নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল। বহু মানুষ আটকে পড়েন। উদ্ধারকাজে নামল এনডিআরএফ। 

Cyclone Yaas Live Updates: বীরভূমের নানুরে অজয়ের বাঁধের অবস্থা খতিয়ে দেখল বিপর্যয় মোকাবিলা দল

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সবথেকে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। বিভিন্ন নদীতে জলস্তর বাড়ায় ভেঙে গিয়েছে নদী বাঁধ। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে এদিন বীরভূমের নানুরে অজয়ের বাঁধের অবস্থা খতিয়ে দেখল বিপর্যয় মোকাবিলা দল। ছিলেন থুপসরা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। অজয়ের জলস্তর বাড়ছে কি না খতিয়ে দেখার পাশাপাশি, মোবাইলে ছবিও তোলেন তাঁরা। সামনেই বর্ষা। তার আগে অজয়ের বাঁধের অবস্থা খতিয়ে দেখছে প্রশাসন। 

Yaas Cyclone LIVE: চাঁদিপুরে সামুদ্রিক জলোচ্ছ্বাসের জের, ভাঙল উপকূলবর্তী রাস্তা

চাঁদিপুরে সামুদ্রিক জলোচ্ছ্বাসের জেরে উপকূলবর্তী রাস্তা ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে বোল্ডারের বাঁধ। বড় বড় বোল্ডার ঢেউয়ের ধাক্কায় নিরুদ্দেশ। নোনা জলে ভাসছে একের গ্রামের পর গ্রাম। রাস্তাকে ছুঁয়ে ধাক্কা মারছে সমুদ্র। উনিশশ নিরানব্বইয়ের ঝড়ও এত ভয়ঙ্কর ছিল না, বলছেন স্থানীয়রা। ইয়াসের পরদিন ওড়িশার চাঁদিপুরের সেই ছবি তুলে ধরেছেন সন্দীপ সরকার।

Cyclone Yaas Live Updates: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোররাত থেকে হুগলির একাধিক জায়গায় বৃষ্টি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোররাত থেকে হুগলির তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর-সহ একাধিক জায়গায় চলছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Yaas Cyclone LIVE: কাকদ্বীপ থেকে নামখানা, সাগর থেকে ফ্রেজারগঞ্জ, দুর্যোগে অসহায় অসংখ্য পরিবার

কেউ সন্তান-স্ত্রীকে নিয়ে বেরিয়ে আসছেন বাড়ি থেকে। কেউ বৃদ্ধা মাকে পিঠে চাপিয়ে জল পেরিয়ে আসছেন নিরাপদ স্থানে। জল থৈ থৈ কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে এই ছবি। কাকদ্বীপ থেকে নামখানা, সাগর থেকে ফ্রেজারগঞ্জ, দুর্যোগে অসহায় অসংখ্য পরিবার।

Cyclone Yaas Live Updates: ইয়াসের দাপট কমলেও আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা

ইয়াসের দাপট কমলেও আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা। দুপুরে জোয়ারের সময় গঙ্গার জলস্তর উঠতে পারে প্রায় সাড়ে ১৭ ফুটের কাছে। কলকাতা পুরসভা জানিয়েছে, গতকালের মতো আজও বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার সব লকগেট। সেইসময় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকলেও লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। 

Yaas Cyclone LIVE: গঙ্গার জলস্তর বাড়বে

দুপুর ২.০৩ মিনিটে গঙ্গার জলস্তর বাড়বে। বেলা ১১.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। এই সময়ে বৃষ্টি হলে কলকাতায় জমবে জল। পরে লকগেট খুললে নেমে যাবে জমে থাকা জল।

Cyclone Yaas Live Updates: ঘূর্ণিঝড় ইয়াস ঢুকেছে ঝাড়খণ্ডে

ঘূর্ণিঝড় ইয়াস ঢুকেছে ঝাড়খণ্ডে। শক্তিক্ষয় হওয়ায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাবেই ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া এ রাজ্যের জেলাগুলোতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Yaas Cyclone LIVE: প্রকৃতির রুদ্র রূপে তছনছ উদয়পুর, দিঘার সমুদ্র সৈকত

প্রকৃতির রুদ্র রূপে তছনছ উদয়পুর, দিঘার সমুদ্র সৈকত। উত্তর ২৪ পরগনাতেও চরম অসহায়তা। সন্দেশখালি, ধামাখালির বিভিন্ন গ্রামে আটকে পড়েছেন বহু মানুষ। বাঁধ ভেঙে জলমগ্ন গ্রামের পর গ্রাম। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ।

Cyclone Yaas Live Updates: ইয়াসের শক্তিক্ষয়, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা

ওড়িশার ধামড়ায় ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি কমার ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, অর্থাত্‍, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও। 

প্রেক্ষাপট

নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরের দক্ষিণ দিকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল, বুধবার সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়। ইয়াস আছড়ে পড়ার আগে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে শুরু হয় বৃষ্টি। সকাল সাড়ে ৯টা নাগাদ ল্যান্ড ফলের সময় কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। দিঘায় সকাল সাড়ে ৯টায় ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ওই সময়ে ফ্রেজারগঞ্জে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার। ইয়াসের প্রভাবে আজ রাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.