West Bengal News Live: এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন, খোঁজ নেই ৪ শ্রমিকের

Get the latest West Bengal News and Live Updates: ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 May 2021 08:26 PM
West Bengal News Live: রোবট এনে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ

নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানায় এখনও নিয়ন্ত্রণে এল না আগুন। রোবট এনে আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ। কারখানা চত্বরে স্যানিটাইজারের মতো দাহ্য পদার্থ থাকাতেই বিপদ, প্রাথমিক তদন্তে ধারণা।

West Bengal News Live: নিউ ব্যারাকপুরের আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে

এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন। খোঁজ নেই ৪ শ্রমিকেরও।

West Bengal News Live: ১৬ ঘণ্টা পরেও নেভেনি নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার আগুন

১৪ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন। শিল্পতালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে ভোররাতে লাগে আগুন। আগুনে সঙ্গে লড়ছে দমকলের ১৫টি ইঞ্জিন। ভিতরেই ঢুকতে পারেননি দমকল কর্মীরা। আগুন নেভাতে আনা হয় রোবট। শেষপর্যন্ত পে লোডারের সাহায্যে দেওয়াল ভাঙার কাজ চলছে। 

West Bengal News Live: ১৪ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন

১৪ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন। শিল্পতালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে ভোররাতে লাগে আগুন। আগুনে সঙ্গে লড়ছে দমকলের ১৫টি ইঞ্জিন। ভিতরেই ঢুকতে পারেননি দমকল কর্মীরা। আগুন নেভাতে আনা হয় রোবট। শেষপর্যন্ত পে লোডারের সাহায্যে দেওয়াল ভাঙার কাজ চলছে। 

West Bengal News Live: জলমগ্ন মালদা মেডিকেল কলেজ ওয়ার্ডের একাংশ

একটানা বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ ওয়ার্ডের একাংশ। জল ঢুকে পড়েছে অপারেশন থিয়েটারে।

WB News Live Updates:  ‘অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, ‘জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, ‘জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘নিজের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা হবে। ১২টি অত্যাবশ্যক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’

West Bengal News Live: ভুয়ো সিবিআই সেজে ব্যবসায়ীকে অপহরণ ও তোলাবাজি, গ্রেফতার আরও ৫

সিবিআই অফিসার সেজে ব্যবসায়ীকে অপহরণ ও তোলাবাজির অভিযোগে আরও ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। পুলিশ সূত্রে খবর, সিবিআই অফিসার সেজে কসবার এক ব্যবসায়ীকে তুলে এনে নিজাম প্যালেসের পার্কিং লটে আটকে রাখা হয়। চাওয়া হয় ২ কোটি টাকা। ১৫ লক্ষ টাকা দিয়ে ওই ব্যবসায়ী মুক্তি পান বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। তদন্তে নেমে গতকাল ও আজ মিলিয়ে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, সিবিআই অফিসার সেজে একটি চক্র প্রতারণার কারবার চালাচ্ছে। এই চক্রের বাকিদের খোঁজে চলছে তল্লাশি।  

WB News Live Updates:  ১০ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন

১০ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি নিউ ব্যারাকপুরের আগুন। শিল্পতালুকে গেঞ্জি কারখানা-ওষুধের গুদামে ভোররাতে লাগে আগুন। আগুনে সঙ্গে লড়ছে দমকলের ১৫টি ইঞ্জিন। ভিতরেই ঢুকতে পারেননি দমকল কর্মীরা। আগুন নেভাতে আনা হয় রোবট। শেষপর্যন্ত পে লোডারের সাহায্যে দেওয়াল ভাঙার কাজ চলছে। 

West Bengal News Live: কলকাতা হাইকোর্টে নারদমামলার শুনানি শুরু

নারদকাণ্ডে আজ ফের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি। দুপুর ২টোয় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে সিবিআই। ইয়াসের কারণে গতকাল হাইকোর্টে নারদ-মামলার শুনানি হয়নি। 

WB News Live Updates:  আদি গঙ্গার জলে প্লাবিত কালীঘাটের একাংশ

আগামী দু-তিন ঘণ্টায় কলকাতায় দফায় দফায় বৃষ্টি। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কটালের কারণে জল বাড়ছে গঙ্গায়। আদি গঙ্গার জলে প্লাবিত কালীঘাটের একাংশ। কটালের কারণে লকগেট বন্ধ । বৃষ্টিতে বেশ কিছুক্ষণ জলমগ্ন থাকার আশঙ্কা । 

West Bengal News Live: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাজ পড়ে ২ কিশোরের মৃত্যু

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাজ পড়ে ২ কিশোরের মৃত্যু। গুরুতর জখম হন আরও ৫ জন। আজ বেলা পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। রমনার বিলের ধারে বসেছিলেন কয়েকজন। সেইসময় বৃষ্টি শুরু হওয়ায় তাঁরা গাছের তলায় আশ্রয় নেন। বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ ও ১৭ বছরের দুই কিশোরের। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

WB News Live Updates:  রোগী নিয়ে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স

রোগী নিয়ে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। বেলা পৌনে ১১টা নাগাদ ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে দুর্ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের নার্সিংহোমে যাওয়ার পথে, আরেকটি গাড়ির ধাক্কায় রোগী সমেত উল্টে যায় অ্যাম্বুল্যান্স। কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী, ময়দান থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রোগী-সহ অ্যাম্বুল্যান্সের যাত্রীদের উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। 

West Bengal News Live: আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা

ইয়াসের দাপট কমলেও আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা। দুপুরে জোয়ারের সময় গঙ্গার জলস্তর উঠতে পারে প্রায় সাড়ে ১৭ ফুটের কাছে। কলকাতা পুরসভা জানিয়েছে, গতকালের মতো আজও বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার সব লকগেট। সেইসময় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকলেও লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। 

WB News Live Updates:  পানাগড়ের দার্জিলিং মোড়ে দুর্ঘটনা, আহত ৭

পানাগড়ের দার্জিলিং মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি। গুরুতর আহত হন এক ব্যাঙ্ক কর্মী-সহ ৭ জন। সকাল ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পানাগড় বাজারে যাওয়ার সময় লরিটি চায়ের দোকানে ঢুকে পড়ে। গুরুতর আহত হন ৭ জন। এদের মধ্যে ৫ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ২ জনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সাধীন। লরি আটক করেছে কাঁকসা থানার পুলিশ।চালক পলাতক। 

West Bengal News Live:   দুপুর ২টোয় নারদ-শুনানি

নারদকাণ্ডে আজ ফের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি। দুপুর ২টোয় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে সিবিআই। ইয়াসের কারণে গতকাল হাইকোর্টে নারদ-মামলার শুনানি হয়নি।

WB News Live Updates:  হাওড়ায় পাখার গুদামে আগুন

হাওড়ায় পাখার গুদামে আগুন। ভোর ৪টে নাগাদ গোলাবাড়ি থানা এলাকায় সিইএসসি অফিসের কাছে ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উল্টোদিকেই দমকলের সদর দফতর। দমকলের ৯টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কারখানার একাংশ ততক্ষণে পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। 

West Bengal News Live:  সাগরের চৌরঙ্গিতে কাঠকলে আগুন

ইয়াসের তাণ্ডবের পরেই সাগরের চৌরঙ্গিতে কাঠকলে আগুন। গতকাল রাত দেড়টা নাগাদ ওই কাঠকলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় কাঠকলটি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

WB News Live Updates:   ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন

নিউ ব্যারাকপুরে শিল্প তালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে বিধ্বংসী আগুন। স্থানীয়দের অভিযোগ, কার্যত লকডাউন পরিস্থিতিতে সরকারি নির্দেশকে উপেক্ষা করে গেঞ্জি কারখানায় কাজ চলছিল। ভিতরে ছিলেন ৪ শ্রমিক। তাঁদের খোঁজ মিলছে না। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live:  রাত সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে

নিউ ব্যারাকপুরে শিল্প তালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে বিধ্বংসী আগুন। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ তিনতলা বাড়ির একাংশে গেঞ্জি কারখানায় আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ওষুধের গুদামেও। সেখানে স্যানিটাইজার মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

WB News Live Updates:   ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু

নিউ ব্যারাকপুরে শিল্প তালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে বিধ্বংসী আগুন। পাশেই রয়েছে রঙের গুদাম। ফলে সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু। 

West Bengal News Live:  ৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

নিউ ব্যারাকপুরে শিল্প তালুকে গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে বিধ্বংসী আগুন। শোনা যায় বিস্ফোরণের শব্দ। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে অনুমান দমকল কর্মীদের। ৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। 

প্রেক্ষাপট

নিউ ব্যারাকপুরের তালবান্দায় গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে বিধ্বংসী আগুন।শোনা যায় বিস্ফোরণের শব্দ। সিলিন্ডার বিস্ফোরণের অনুমান দমকলের। ৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। পাশেই রয়েছে রঙের গুদাম। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 


হাওড়ায় পাখার গুদামেও আগুন। ভোর ৪টে নাগাদ গোলাবাড়ি থানা এলাকায় সিইএসসি অফিসের কাছে ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উল্টোদিকেই দমকলের সদর দফতর। দমকলের ৯টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কারখানার একাংশ ততক্ষণে পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। 


ইয়াসের তাণ্ডবের পরেই সাগরের চৌরঙ্গিতে কাঠকলেও আগুন। গতকাল রাত দেড়টা নাগাদ ওই কাঠকলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় কাঠকলটি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.