নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। সেই আবহেই আজ দিল্লিতে গণ উপবাস পালন আম আদমি পার্টির নেতা, কর্মী এবং সমর্থকদের। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে গণ উপবাস পালনের এই উদ্যোগ। দিল্লি ছাড়াও দেশের অন্যত্র এবং বিদেশেও AAP সমর্থকরা এই গণ উপবাসে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতা গোপাল রাই। আমেরিকার নিউ ইয়র্ক, বস্টন, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, কানাডার টরন্টো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং ব্রিটেনের লন্ডনেও এই গণ উপবাস পালিত হবে বলে জানিয়েছে AAP. (AAP Mass Fasting)


রবিবার সকাল ১১টায় দিল্লির যন্তর মন্তরে সমবেত হবেন AAP নেতা, কর্মী এবং সমর্থকেরা। সেখানে একত্রে উপবাস পালন করবেন সকলে। এই গণ উপবাস কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যন্তর মন্তরে। যন্তর মন্তর অভিমুখী রাস্তাগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে সেখানে কাতারে কাতারে  মানুষজন ভিড় করছেন। 


যন্তর মন্তর অভিমুখী রাস্তায় ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এর ফলে আজ সেন্ট্রাল দিল্লিতে যান চলাচলের সমস্যাও হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও কর্মসূচি ছিল AAP-এর। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। AAP কর্মী-সমর্থকদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরায় পুলিশ। ধাক্কাধাক্কিতে বেশ কয়েক জন আহতও হন। 



আরও পড়ুন: Amit Shah: অনুচ্ছেদ ৩৭০ নিয়ে বিজেপি-কে আক্রমণ খড়্গের, পাল্টা ‘ইতালীয় সংস্কৃতি’ খোঁচা শাহের


কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুলছে AAP. তাদের দাবি, পরিকল্পনা করে লোকসভা নির্বাচনের ঠিক মুখে গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালকে, যাতে তিনি প্রচারে অংশ নিতে না পারেন। দলের নেত্রী অতিশী এবং নেতা সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, জেল থেকেই আপাতত দিল্লির শাসনকার্য পরিচালনা করছেন কেজরিওয়াল। 


কেজরিওয়ালের গ্রেফতারিতে ছত্রখান বিরোধী শিবিরকেও একছাতার তলায় আসতে দেখা গিয়েছে। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সম্প্রতি রামলীলা ময়দানে বিরাট সমাবেশ করে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের হেনস্থা করছে বলে অভিযোগ করে তারা। গত ২১ মার্চ গ্রেফতার হন কেজরিওয়াল। আপাতত দিল্লির তিহাড় জেলে রয়েছেন তিনি।