আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এবার লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee )। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) সরিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সুদীপকে অব্যাহতি, লোকসভার দায়িত্বে অভিষেক, একইদিনে লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ
ছাব্বিশের ভোটের আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও দায়িত্ব। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেতে না পারায় বিভিন্ন বৈঠকে দায়িত্ব সামলাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার জন্য সুদীপকে অব্যাহতি, লোকসভার দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, একইদিনে লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে অভিষেকের নাম প্রস্তাব, সম্মতি সকলেরই
লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে কলকাতায় যান, তারপর থেকে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে কাজ করে আসছিলেন। কিন্তু বাদল অধিবেশনে, তাঁর শারীরিক অবস্থা ঠিক ছিল না। তারপর তিনি কলকাতার বাড়িতে ফিরে আসেন। বাদল অধিবেশনে যোগ দিতে পারছেন না।এই পরিস্থিতিতে আজ তৃণমূলের মিটিং ছিল। দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে সব দলীয় সাংসদদের ডাকা হয়েছিল। এই মিটিংয়েই অভিষেকের নাম প্রস্তাব আনা হয়। এরপর তৃণমূলের সকল সাংসদই তাতে সম্মতি দেন। এরপরেই লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
মূলত, সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে অনিয়মিত হয়ে পড়েছিলেন। এবং তিনি কার্যত সেখানে যাচ্ছিলেন না। এর পাশাপাশি জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বও মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে চান। সেই লক্ষ্যে আজকে অভিষেককে এই পদ দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে, যে আমাদের দেশের পক্ষ থেকে যে প্রতিনিধি দল বাইরে গিয়েছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন। আগামীদিনে, দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন অভিষেক, এটাই চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)