বেঙ্গালুরু :  কর্নাটকে কি ফের পালাবদল? কংগ্রেসের হাতে যেতে চলেছে দক্ষিণের এই রাজ্য়? গতবার জেডিএসের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসা কংগ্রেস, এবার একার জোরেই ম্য়াজিক ফিগার পেরিয়ে যেতে পারে বলে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। আর গতবারের বিধানসভা ভোটের ফার্স্ট বয় বিজেপি এবার নেমে যেতে পারে দ্বিতীয় স্থানে।


কর্নাটকবাসী কী ভাবছেন? তার আভাস পেতেই সেরাজ্য়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ২২৪ সদস্যের বিধানসভায় জনতা দল তৃতীয় প্রধান রাজনৈতিক দল, বিধায়ক সংখ্যা ২৮। বিজেপির আসন সংখ্যা বর্তমানে ১১৯। কংগ্রেসের হাতে আছে ৭৫ টি আসন। দুটি আসন শূন্য। দক্ষিণের এই রাজ্যে ১০ মে নির্বাচন হবে এবং ১৩ মে ভোট গণনা হবে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ম্য়াজিক ফিগার ১১৩। সমীক্ষায় ইঙ্গিত, ১১০ থেকে ১২২টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। জেডিএসের ঝুলিতে যেতে পারে ২১ থেকে ২৯টি আসন। অন্য়ান্য় দল পেতে পারে ২ থেকে ৬টি আসন।



বৃহত্তর বেঙ্গালুরু (Greater Bengaluru): এই অঞ্চলে ৩২ টি আসন রয়েছে, ABP-CVoter-এর জনমত সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে,  বিজেপি ১২ - ১৬ টি আসন পেতে পারে  ৩৭ % ভোট পেয়ে , কংগ্রেস ১৪ - ১৮ টি আসনে জিতবে, ভোট পাবে ৪১% , JD(S) বিজয়ী হতে পারে ১-৪ টি আসনে,  ১৫% ভোট পেয়ে।  অন্য দলগুলি ০-১ আসনে জয়লাভ করবে। 



মধ্য কর্নাটক (Central Karnataka): ৩৫ টি আসন  রয়েছে এই অঞ্চলে।  জনমত  সমীক্ষা বলছে,  বিজেপি ১০ - ১৪ আসন পেতে পারেয কংগ্রেস ২০-২৪ টি আসন পাবে। JD(S) ০-২ টি আসনে। অন্য দলগুলি ০-১ আসনে জিততে পারে।





উপকূলীয় কর্নাটক (Coastal Karnataka): ২১ টি আসন আছে এখানে। জনমত সমীক্ষা বলছে, বিজেপি ১৩ - ১৭টি আসন পেতে পারে এখানে। কংগ্রেসের ঝুলিতে যাবে ৪-৮ টি আসন । 




মুম্বাই কর্নাটক (Mumbai Karnataka):  এই অঞ্চলে ৫০ টি আসন রয়েছে।  ABP-CVoter জনমত সমীক্ষার ফলে দেখা যাচ্ছে, বিজেপি ২২-২৬ আসন পাবে।  কংগ্রেস ২৪ - ২৮ আসন পাবে। JD(S) এবং অন্যান্য দলগুলি মোট আসনের ১ টি করে আসন পেতে পারে। 




হায়দরাবাদ কর্নাটক : এই অঞ্চলে ৩১ টি আসন রয়েছে, জনমত সমীক্ষার বলছে বিজেপি ৬-১০ আসন পেতে পারে।  কংগ্রেস ২৪ -২৮ আসন পেতে পারে। 




পুরাতন মহীশূর (Old Mysore): এই অঞ্চলে ৫৫ টি আসন রয়েছে, ABP-CVoter-এর জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী বিজেপি  জিততে পারে ৪-৮ টি আসনে। কংগ্রেস  জিতবে ২৪ - ২৮ টি আসনে। JD(S) জিততে পারে ১৯-২৩ আসনে। অন্য দলগুলি ০-৩ আসনে জিতবে।  




সিএম বাসভরাজ বোমাইয়ের কাজকে কীভাবে মূল্যায়ন করছে  কর্নাটকবাসী 


ABP-C Voter সমীক্ষার প্রায় ৫০% উত্তরদাতারা সিএম বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকারকে খারাপ রেটিং ('Poor' rating  )দিয়েছেন, ২৬ % উত্তরদাতারা মনে করেছেন যে বিজেপি সরকারকে 'ভাল' রেট দেওয়া যেতে পারে। বাকি ২৪% এটিকে 'গড়' রেটিং দিয়েছেন।


রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকে কত নম্বর দিচ্ছে কর্নাটকবাসী  ? 


ABP-CVoter সমীক্ষায় অংশ নেওয়া লোকদের মধ্যে ৩৩% প্রধানমন্ত্রীর কাজকে 'Poor' rating দিয়েছেন, ৪৮ % বলেছেন তাঁর কাজ 'ভাল', বাকি ১৯ %  'গড়' রেটিং দিয়েছেন।


প্রিয় মুখ্যমন্ত্রী পদের প্রার্থী কে?


ABP-CVoter সমীক্ষায় উত্তরদাতাদের মধ্যে ৩১% বলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই তাদের প্রিয় প্রার্থী, ৪২% বিরোধী নেতা সিদ্দারামাইয়ার পক্ষে কথা বলেছেন, ২১% JD(S) নেতা এইচডি কুমারস্বামীর পক্ষে, ৩% কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার, এবং ৩% 'অন্যদের' পক্ষে ভোট দিয়েছেন।


কর্ণাটকের সবচেয়ে বড় সমস্যা কী?


প্রায় ৩১% বলেছেন বেকারত্ব, ২৭% বলেছেন উপকারী  প্রকল্প ( beneficial schemes),  আবার  ABP-CVoter সমীক্ষায় অংশ নেওয়া ১৫ % কৃষকদের সমস্যাই প্রধান। 


কোন দল সরকার গঠন করবে বলে আপনি মনে করেন?


ABP-CVoter সমীক্ষায় মোট উত্তরদাতাদের মধ্যে ৩২ % বলেছেন বিজেপি ক্ষমতা ধরে রাখবে, ৪৪ % বলেছেন কংগ্রেস সরকার গঠন করবে, যখন ১৫ % মত দিয়েছে তৃতীয় প্রধান রাজনৈতিক দল JD(S) কে।


গত বিধানসভা নির্বাচনে কর্নাটকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু তাদের মাত দিয়ে সেখানে সরকার গঠন করে কংগ্রেস এবং জেডিএস জোট। রাজ্যের মুখ্য়মন্ত্রী হন তৃতীয় স্থানে থাকা দল জেডিএসের এইচ ডি কুমারস্বামী। কিন্তু এক বছর যেতে না যেতেই অবশ্য় জোট সরকারে ভাঙন ধরিয়ে, ক্ষমতা দখল করে বিজেপি। সমীক্ষার সঙ্গে বাস্তবের ফল কতটা মেলে, সেটা বোঝা যাবে ১৩ মে কর্নাটকের ফল ঘোষণার দিন। 


আরওপড়ুন :


অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না