মুম্বই: ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' (Ideas of India) নামাঙ্কিত এই অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তিত্বদের সঙ্গেই উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। মঞ্চে বক্তব্য রাখলেন বলিষ্ঠ এই অভিনেত্রী। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) সম্পর্কে নিজের বক্তব্য রাখলেন অভিনেত্রী।


মঞ্চে চেতন ভগত ও তাপসী পান্নুর কথোপকথন


এদিন অনুষ্ঠানের মঞ্চে চলে লেখক চেতন ভগৎ ও অভিনেত্রী তাপসী পান্নুর প্রশ্নোত্তর পর্ব। সেখানে অভিনেত্রীকে কথায় কথায় জিজ্ঞেস করা হয় 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির দুর্দান্ত সাফল্য সম্পর্কে। করোনা পরবর্তী সময়ে বক্স অফিসে এমন অসাধারণ সফল ছবি সম্পর্কে অভিনেত্রী বলেন, 'করোনা পরবর্তী সময়ে যখন সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার ছিল তখন আমি শুধু 'বাধাই দো' দেখেছি। তারপর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমি ধীরে ধীরে প্রেক্ষাগৃহে যাওয়া দর্শকের সংখ্যা দেখছি। আমি খুবই আশাবাদী মানুষ। ফলে এই ছবির সাফল্য সত্যিই চোখে পড়ার মতো।'


অভিনেত্রী আরও বলে চলেন, 'মনে আছে যে আমার এক প্রযোজককে আমি মেসেজ করে বলি যে এর থেকেই প্রমাণ হয় যে আমাদের ছবি কত বড় তা নিয়ে বিশেষ চিন্তা করার প্রয়োজন নেই। যদি কাজ ভাল হয় তাহলে মানুষ দেখবেনই। ফলে আমি বিশ্বাস করি যে যদি একটা ছোট বাজেটের ছবি এত বিপুল সাফল্য পেতে পারে তাহলে সেই ছবি খারাপ হতে পারে না।'


 






তাপসীর কথায়, 'দর্শক কোনও ছবি তৈরি উদ্দেশ্য, ধরন ইত্যাদিকে প্রশ্ন করতে পারেন, সেই অধিকার তাঁদের রয়েছে। কিন্তু সেই ছবিটা ভাল না হলে এতদিন স্থায়ী হতে পারে না। সেটা মেনে নিতে হবে।'


আরও পড়ুন: Ideas of India: দেশের উন্নতির জন্য সব শিশুকে স্কুলে পেতে হবে আধুনিকতম শিক্ষা, এবিপি নেটওয়ার্কের আইডিয়াস অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে পরামর্শ কৈলাস সত্যার্থীর


চেতন ভগৎ এরপর প্রশ্ন করেন যে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির 'তথাকথিত নরম' বিষয়বস্তু না হওয়াও কি সাফল্যের অন্যতম কারণ? তাপসী বলেন, 'এই ছবি অনেক মানুষের মধ্যে তাঁদের সংবেদনশীল দিকটি উদ্দীপিত করেছে এবং তাই এই ছবির ক্ষেত্রে তাঁরা বিশেষভাবে আকর্ষিত হয়েছেন এবং ছবিটিকে গ্রহণ করেছেন। এটা সম্পূর্ণ সঠিক এবং বিষয়ভিত্তিক ব্যাপার। পৃথিবীতে এমন কোনও সিনেমা নেই যা ১০০ শতাংশ দর্শকের কাছ থেকে ১০০ শতাংশ অনুমোদন পেয়েছে।'