নয়া দিল্লি: দেশের জনপ্রিয় পুরস্কার মঞ্চে এবিপি নেটওয়ার্কের পর পর পুরস্কার প্রাপ্তি। সাংবাদিকতার দুনিয়ায় নিজেদের আধিপত্যই যেন দেখাল এবিপি নেটওয়ার্ক। ১৬ তম Exchange4Media News Broadcasting Awards (ENBA) 2023- এর মঞ্চে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে হাফসেঞ্চুরি এবিপি নেটওয়ার্কের।
৩২টি স্বতন্ত্র ক্যাটেগরিতে একাধিক প্রাইজ নিজেদের দখলেই রাখল এবিপি নেটওয়ার্ক। এর মধ্যে এবিপি আনন্দ ৫টি এবং এবিপি মাঝা ৪টি পুরস্কার জিতে নিয়েছে। এ বছরের ডিজিটাল নিউজ ক্যাটেগরিতে ৯টি পুরস্কার জিতেছে এবিপি লাইভ।
এবিপি নিউজ পেয়েছে ২১টি সোনা, ২১টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ এবং ২টি স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ড। এই পুরস্কারের মঞ্চেই "CEO of the Year" পুরস্কার পেলেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে। এবিপি নেটওয়ার্ককে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতেই বছরের সেরা সিইও-র পুরস্কার উঠল তাঁরই হাতে।
এক নজরে এবিপি নেটওয়ার্কের জেতা ৫০টি পুরস্কার
ENBA বা Exchange4Media News Broadcasting Awards (ENBA) 2023 হল টেলিভিশনে সংবাদ এবং ডিজিটাল শ্রেষ্ঠত্বের জন্য ভারতের সর্বাগ্রে প্রশংসিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
টেলিভিশন সংবাদের ক্ষেত্রে অসামান্য কৃতিত্বকে সম্মান জানায় এই পুরস্কার। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশিষ্ট সম্প্রচারক এবং ডিজিটাল পথপ্রদর্শক যারা, তাঁদের সম্মান জানায় এই পুরস্কার। ENBA হিন্দি এবং ইংরেজিতে বছরের সেরা নিউজ চ্যানেল, বছরের সেরা সিইও, সেরা প্রধান সম্পাদক এবং আরও বেশ কিছু ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এ বছর সেই পুরস্কারের মঞ্চেই জয়জয়কার এবিপি নেটওয়ার্কের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে