কলকাতা: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যাদবপুর অভিযানে তুলকালাম। মিছিলে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপি কর্মী সমর্থকদের। গোলপার্ক থেকে শুরু হওয়া মিছিল যোধপুর পার্কের সামনেই আটকে দিল পুলিশ। লৌহপ্রাচীর ভেদ করতে গিয়ে পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। ঘটনায় একজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর।
কেন্দ্রীয়মন্ত্রীর চুলের মুঠি ধরে টান, অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন কী বললেন শুনুন- অন্যদিকে আরএসএস-এর শাখা সংগঠন এবিভিপি-র মিছিলকে প্রতিহত করতে ক্যাম্পাসের বাইরে মানবপ্রাচীর গড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসআফএইয়ের বক্তব্য, বৃহস্পতিবারের মতো কোনও ঘটনা যেন না ঘটে সে কারণেই শান্তিপূর্ণভাবে অবস্থান করছে তারা। শিক্ষার্থীদের জমায়েতে সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও। ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ক্যাম্পাসের বাইরে জমায়েতে এসেছেন খোদ রেজিস্ট্রাররও।
অন্যদিকে মিছিল আটকাতে প্রয়োজনীয় বন্দোবস্ত করেছে প্রশাসনও। ব্যারিকেড তো বটেই পুলিশের সঙ্গে রয়েছে জলকামানও। এবিভিপি ও এসএফআইয়ের মধ্যে কোনও রকম সংঘর্ষের পরিস্থিতি যেন না তৈরি হয় সেকারণে বাড়তি তৎপরতা দেখিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে রাস্তা আটকে দেওয়ার কারণেই দক্ষিণ কলকাতার একাংশে যানজট তৈরি হয়েছে।