বীরভূম: করোনাকালে বন্ধ স্কুল। সংক্রমণের আশঙ্কায় সন্তানকে খেলাধুলোর জন্য বাইরের আর পাঁচজন বন্ধুর সঙ্গে ছাড়তেও সাহস পাচ্ছেন না অনেকে।


ঘরবন্দি শিশুদের মন ভোলাতে অনেকেই তাঁর ক্ষুদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে নিশ্চিন্ত থাকেন। কিন্তু, না! এই প্রবণতা যে কতটা ভয়াবহ হতে পারে, তা দেখিয়ে দিল বীরভূমের খয়রাশোলের কাঁকরতলা থানা এলাকার পারশুণ্ডি গ্রামের একটি ঘটনা।


খেলার সময় মোবাইলের ব্যাটারি ফেটে বুড়ো আঙুল বাদে ডানহাতের গোটা তালু উড়ে গেল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার!


কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? পরিবারের লোকেদের দাবি, ক্লাস সিক্সের ওই পড়ুয়া পাঁচটি মোবাইল ফোনের ব্যাটারি নিয়ে এলইডি লাইট জ্বালানোর চেষ্টা করছিল। হঠাৎই একটি ব্য়াটারি ফেটে যায়।


বুড়ো আঙুল বাদে বছর এগারোর ওই বালকের ডানহাতের চারটি আঙুল-সহ গোটা তালু উড়ে যায়। জখম বালককে প্রথমে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় সিউড়ি জেলা হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।