নিজের বাড়ির সামনে ধাক্কা মারল গাড়ি, যাদবপুরে মৃত প্রৌঢ়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2020 07:56 AM (IST)
আহত একজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও আর একজনের অবস্থা আশঙ্কাজনক।
কলকাতা: যাদবপুরে ই এম বাইপাস কানেক্টরে নিজের বাড়ির সামনে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রতন সরকার নামে বছর বাহান্নর ওই ব্যক্তি সাইকেলে বাড়ির সামনে পৌঁছোতেই তাঁকে একটি গাড়ি আচমকা ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর পথচলতি আরও দু’জনকে ধাক্কা মেরে সেটি সজোরে ধাক্কা মারে ল্যাম্পপোস্টে। অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রতন সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহত একজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও আর একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত গাড়ির চালককে আটক করেছে পুলিশ।