কলকাতা: করোনার কোনও ওষুধ বা স্বীকৃত টিকা এখনও বার হয়নি কিন্তু গবেষণা চলছে বিশ্বজুড়ে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা দেখেছেন, কয়েকটি ওরাল অ্যান্টিসেপটিক ও মাউথওয়াশের করোনা জীবাণু অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। ওগুলি দিয়ে নিয়মিত গার্গল করে হয়তো করোনা হবে না।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে জার্নাল অফ মেডিক্যাল ভাইরোলজিতে। তাতে বলা হয়েছে, এ ধরনের কিছু জিনিস সংক্রমণের পর জীবাণুর পরিমাণ কমিয়ে দিতে পারে, এর ফলে সম্ভবত করোনা ছড়িয়ে পড়া রোখা যায়। আমেরিকার পেন স্টেট ইউনিভার্সিটির গবেষক ক্রেগ মেয়ার্স বলেছেন, যতদিন না করোনা টিকা তৈরি হচ্ছে, সংক্রমণ রোখার কোনও উপায় চাই। যে জিনিসগুলির ওপর আমরা পরীক্ষা করেছি, সেগুলি সহজলভ্য, মানুষ প্রতিদিন ব্যবহার করেন। গবেষণায় বেশ কয়েকটি মাউথওয়াশ ও নাকের ড্রপ ব্যবহার করেছেন তাঁরা, দেখেছেন, করোনা জীবাণু নিষ্ক্রিয় করতে তারা কতটা সক্রিয় ভূমিকা নিতে পারে। ব্যবহার করা হয় বেবি শ্যাম্পু, পারক্সাইড সোরমাউথ ক্লিনজার ও মাউথওয়াশের ১ শতাংশ সলিউশন।
গবেষণায় দেখা যায়, এমন বেশ কয়েকটি মিশ্রণের করোনাভাইরাস নিষ্ক্রিয় করার পুরোদস্তুর ক্ষমতা রয়েছে, অর্থাৎ এগুলি নিয়মিত ব্যবহার করলে করোনা জীবাণু আর বিশেষ ছড়িয়ে পড়তে পারবে না। এই সব মিশ্রণের সংস্পর্শে করোনা সংক্রমিত মানবদেহের কোষ কয়েকদিন রেখে দেন তাঁরা। দেখা যায়, বেবি শ্যাম্পু মিশ্রণের ১ শতাংশ ৯৯.৯ শতাংশের বেশি করোনা জীবাণুকে ২ মিনিটের মধ্যে নিষ্ক্রিয় করতে সক্ষম।
একইভাবে বেশ কয়েকটি মাউথওয়াশ ও গার্গলের মিশ্রণ করোনা নিষ্ক্রিয় করতে পারে। ৯৯.৯ শতাংশের বেশি ভাইরাস এই মিশ্রণগুলির বেশিরভাগই মাত্র ৩০ সেকেন্ডের আগে পরে অকেজো করে দিয়েছে।
তবে এই পরীক্ষা ঘটেছে সার্স-কোভিড-২ ভাইরাসের ওপর, নোভেল করোনাভাইরাসের ওপর নয়।
এর আগে মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, গার্গল করলে করোনা জীবাণু মরে না, কোনও গবেষণায় এমন প্রমাণ মেলেনি। কিন্তু সাম্প্রতিক এই গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবির পুরো উল্টো কথা বলল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রতিদিন মাউথওয়াশ দিয়ে গার্গল করলে নিষ্ক্রিয় হতে পারে করোনা জীবাণু, বলছে গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Oct 2020 08:01 AM (IST)
একইভাবে বেশ কয়েকটি মাউথওয়াশ ও গার্গলের মিশ্রণ করোনা নিষ্ক্রিয় করতে পারে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -