মুম্বই: বছরদশেক আগে সমাজবাদী পার্টির হয়ে উত্তর প্রদেশ থেকে ভোটে দাঁড়ানোর পর ফের রাজনীতিতে আসছেন সঞ্জয় দত্ত। মহারাষ্ট্রের রাষ্ট্রীয় সমাজ পক্ষ বা আরএসপি দলে ২৫ সেপ্টেম্বর যোগ দিচ্ছেন তিনি। দলের প্রতিষ্ঠাতা ও মহারাষ্ট্রের পশুপালন মন্ত্রী মহাদেব জানকর এ কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় সমাজ পক্ষ মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপির ছোট শরিক। জানকর বলেছেন, তাঁর দল মূলত ধাঙড় বা মেষপালক শ্রেণির প্রতিনিধি, এবার চলচ্চিত্র জগতে পা রাখতে চান তাঁরা। তারই অংশ হিসেবে সঞ্জয় দত্ত ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সমাজ পক্ষে যোগ দিচ্ছেন। সঞ্জয়ের একটি আগে থেকে রেকর্ড করা ভিডিও চালান তিনি, তাতে দেখা যায়, সুনীল দত্ত পুত্র রাষ্ট্রীয় সমাজ পক্ষকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভাই বলে সম্বোধন করছেন জানকরকে। ২০১৪-র মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অংশ আরএসপি। ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা, জয় পায় দান্দ আসনে। ২০০৯-এ জানকর ভোটে লড়েন মাধা লোকসভা কেন্দ্র থেকে শরদ পাওয়ারের বিরুদ্ধে কিন্তু হেরে যান। ২০০৯-এ লখনউ কেন্দ্র থেকে সপার হয়ে ভোটে লড়েন সঞ্জয় দত্ত। কিন্তু ‘৯৩-এর মুম্বই বিস্ফোরণ কাণ্ডে তাঁর শাস্তিতে স্থগিতাদেশ আনতে আদালত রাজি না হওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। পরে সপার সাধারণ সম্পাদক হন তিনি কিন্তু পদত্যাগ করেন, ছেড়ে দেন দলও।