এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন বিদ্যুৎ। চমকপ্রদ এই সাফল্যে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
৩ বছর বয়স থেকে দক্ষিণী মার্শাল আর্ট কালারিপায়াত্তু শেখেন বিদ্যুৎ। লিখেছেন, আমার জন্য কেউ একটা পার্টি দিক।
মডেল ও বলিউডি অ্যাকশন তারকা হওয়ার আগে বিদ্যুৎ ২৫টি দেশে ঘুরে কালারিয়াপাত্তুর লাইভ অ্যাকশন শো করেন। ২০১৮ সালে বিশ্বের সেরা ৬ মার্শাল আর্টিস্টের মধ্যে জায়গা পান তিনি। তাঁর আগামী ছবি অ্যাকশন থ্রিলার খুদা হাফিজ, এতে তাঁর সঙ্গে দেখা যাবে শিবালিকা ওবেরয় ও অহনা কুমরাকে। ছবিটি মুক্তি পাবে ডিজনি+হটস্টারে।