ম্যানিলা ও নয়াদিল্লি: চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে ৫.১ শতাংশ করল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক(এডিবি)। একইসঙ্গে চলতি ও  আগামী বছরে উন্নয়নশীল এশিয়া অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধির হারের পূর্বাভাসেও হ্রাস টেনেছে এডিবি।
গত সেপ্টেম্বরে প্রকাশিত রিপোর্টে এডিবি জানিয়েছিল, উন্নয়নশীল এশিয়া অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ২০১৯ ও ২০২০ সালে যথাক্রমে ৫.৪ ও ৫.৫ শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি। সম্প্রতি, ওই রিপোর্টের সাপ্লিমেন্টারি রিপোর্টে এখন এডিবি সেই পূর্বাভাসকে কমিয়ে উভয় বছরই ৫.২ শতাংশ রেখেছে।
গত সেপ্টেম্বরে প্রকাশিত রিপোর্টে ২০১৯ ও ২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস যথাক্রমে ৬.৬ ও ৭.২ শতাংশ রেখেছিল এডিবি। নতুন রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের আর্থিক বৃদ্ধি ৫.১ শতাংশে নেমে এসেছে।
এডিবি জানিয়েছে, ভারতের অর্থনীতির গতি স্লথ হওয়ার প্রধান কারণ হল ব্যবসায়িক সেক্টরে ক্রেডিট সমস্যা মাথাচাড়া দিয়েছে। ফলত, অনেকেই এখন ঝুঁকি নিতে চাইছে না। পাশাপাশি, কর্মসংস্থান ও কৃষি উৎপাদন -- এই দুই ক্ষেত্রেই বৃদ্ধির হার একেবারেই আশাপ্রদ নয়। যার প্রভাব পড়েছে অর্থনীতিতে।