কংগ্রেস তক্ষক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর, উনি ডাকাত রানি, পাল্টা অধীর

মোদি সরকারের কৃষি আইনের বিপক্ষে একযোগে বিরোধিতা করছে তৃণমূল ও কংগ্রেস । কিন্তু, রাজ্য রাজনীতিতে দুপক্ষ একে ওপরের বিরুদ্ধে তোপ দাগছে।

Continues below advertisement
  ইংরেজবাজার: কেন্দ্রের ৩ কৃষি আইনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। এদিন কৃষি বিলের বিরোধিতায় অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল হয় ইংরেজবাজারে। ওই মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। এদিন রীতিমতো নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানি বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। যে হার্মাদরা কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, আজ তারা বিজেপির বড় রক্ষক। বিজেপি হয়ে গেছে ভক্ষক, সিপিএম রক্ষক, কংগ্রেস তক্ষক, সাপের গায়ে চুমু, বাঙের গায়ে চুমু। এই বক্তব্যের পাল্টা আক্রমণ করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কৃষি আইন বিরোধিতায় এদিন মালদার ইংরেজবাজারে বালুচর থেকে শুরু হয়ে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল করে কংগ্রেস। অংশ নেন অধীর চৌধুরী। সেখানেই তৃণমূলের অন্দরে বিদ্রোহের সুর নিয়ে কটাক্ষ করেন তিনি। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাত রানি হয়ে গিয়েছেন। মোদি সরকারের কৃষি আইনের বিপক্ষে একযোগে বিরোধিতা করছে তৃণমূল ও কংগ্রেস । কিন্তু, রাজ্য রাজনীতিতে দুপক্ষ একে ওপরের বিরুদ্ধে তোপ দাগছে। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘’দিদির দুধের গাইরা হারিয়ে গেছেন। তার দলের নেতারা পালিয়ে যাচ্ছেন। আর এখন আমাদের গালমন্দ করছেন। যারা দিদির দলের হয়ে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি। কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তারাই এখন দিদির দল ছেড়ে পালাচ্ছে। চোর বাটুয়ার সব দিদির দলে।‘’
Continues below advertisement
Sponsored Links by Taboola