ট্রেন্ডিং

'আদালতের নির্দেশ কীভাবে মানা হবে কোনও গাইডলাইন নেই', SSC-কাণ্ডে আক্রমণে সুকান্ত

নীতি আয়োগের বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী

অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। এসএসসি-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে আক্রমণে সুকান্ত

ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল ? টিটাগড় বিস্ফোরণকাণ্ডে দাবি ধৃত শাসক নেতার

জেলে জয়ন্ত সিংহ, বাইরে শাগরেদদের দাপট। কী বললেন মদন মিত্র ?
গাছের নিচে ঘুমাচ্ছিলেন যুবক, পুরকর্মীর ভুলে 'জ্যান্ত' অবস্থায় কবরে চাপা! মর্মান্তিক মৃত্যু
কংগ্রেস তক্ষক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর, উনি ডাকাত রানি, পাল্টা অধীর
মোদি সরকারের কৃষি আইনের বিপক্ষে একযোগে বিরোধিতা করছে তৃণমূল ও কংগ্রেস । কিন্তু, রাজ্য রাজনীতিতে দুপক্ষ একে ওপরের বিরুদ্ধে তোপ দাগছে।
Continues below advertisement

ইংরেজবাজার: কেন্দ্রের ৩ কৃষি আইনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। এদিন কৃষি বিলের বিরোধিতায় অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল হয় ইংরেজবাজারে। ওই মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। এদিন রীতিমতো নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানি বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সোমবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। যে হার্মাদরা কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, আজ তারা বিজেপির বড় রক্ষক। বিজেপি হয়ে গেছে ভক্ষক, সিপিএম রক্ষক, কংগ্রেস তক্ষক, সাপের গায়ে চুমু, বাঙের গায়ে চুমু।
এই বক্তব্যের পাল্টা আক্রমণ করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কৃষি আইন বিরোধিতায় এদিন মালদার ইংরেজবাজারে বালুচর থেকে শুরু হয়ে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল করে কংগ্রেস। অংশ নেন অধীর চৌধুরী। সেখানেই তৃণমূলের অন্দরে বিদ্রোহের সুর নিয়ে কটাক্ষ করেন তিনি। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাত রানি হয়ে গিয়েছেন।
মোদি সরকারের কৃষি আইনের বিপক্ষে একযোগে বিরোধিতা করছে তৃণমূল ও কংগ্রেস । কিন্তু, রাজ্য রাজনীতিতে দুপক্ষ একে ওপরের বিরুদ্ধে তোপ দাগছে। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘’দিদির দুধের গাইরা হারিয়ে গেছেন। তার দলের নেতারা পালিয়ে যাচ্ছেন। আর এখন আমাদের গালমন্দ করছেন। যারা দিদির দলের হয়ে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি। কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তারাই এখন দিদির দল ছেড়ে পালাচ্ছে। চোর বাটুয়ার সব দিদির দলে।‘’
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে