নয়াদিল্লি: ‘ভারত জোড়ো যাত্রা’ থেকে ফিরে সংসদে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আদানি-প্রশ্নে মঙ্গলবার যে ভাবে কেন্দ্রকে নিশানা করেছেন, তা নিয়ে চর্চা চলছে এখনও। বুধবার সংসদে থাকলেও, শ্রোতার ভূমিকাতেই ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর সেখানে তাঁকে নিয়েই কটাক্ষ, পাল্টা কটাক্ষে জড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
বুধবার সংসদে থাকলেও, শ্রোতার ভূমিকাতেই ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আগে বক্তৃতা করেন অধীর। সেখানে বিজেপি তথা কেন্দ্রে তাদের সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, “যত পারেন চেষ্টা চালিয়ে যান রাহুল গান্ধীকে পাপ্পু বানানোর। কিন্তু আসলে রাহুল গান্ধীই বিজেপি-কে পাপ্পু বানিয়ে ছেড়েছেন।” অধীরের এই মন্তব্য়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিদ্রুপপূর্ণ কটাক্ষ ছুড়ে দেন শাহ। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “একজন সাংসদকে উনি পাপ্পু (Pappu Remarks) বলতে পারেন না।”
আরও পড়ুন: Narendra Modi: প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট, বিশেষ উপহার গায়ে চাপিয়ে সংসদে মোদি
শাহ যে কটাক্ষ করছেন, তা বুঝতে দেরি করেননি অধীর। তাই সঙ্গে সঙ্গেই জবাব দেন, “খুব ভাল করেই বুঝতে পারছেন, আমি কী নিয়ে কথা বলছি। আসলে রাহুল গান্ধী একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। তাতেই এত শোরগোল পড়ে গিয়েছে।”
উল্লেখ্য, ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর থেকেই একাধিক বার বিজেপি-র নেতা-মন্ত্রীরা রাহুলকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেছেন। রাজনীতিতে রাহুল অনভিজ্ঞ বোঝাতেই সময় বিশেষে ওই কটাক্ষ উড়ে এসেছে। তার আঁচ পড়ে বাংলাতেও। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকেই ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেন।
একাধিক বার বিজেপি-র নেতা-মন্ত্রীরা রাহুলকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেছেন
তবে এ নিয়ে কখনওই বিরূপ প্রতিক্রিয়া মেলেনি রাহুলের কাছ থেকে। এর আগে, সংসদের অধিবেশন চলাকালীন বরং বিজেপি-র কটাক্ষ একরকম মাথা পেতেই নিতে দেখা গিয়েছিল তাঁকে। জানিয়েছিলেন, বিজেপি-র লোকজন যা ইচ্ছে তাই বলতে পারেন। কিছু গায়ে মাখেন না তিনি। বিজেপি তাঁকে ঘৃণা করতেই পারে, তিনি করেন না। এ দিনও কটাক্ষ, পাল্টা কটাক্ষের সময় সংসদে থাকলেও, কোনও প্রতিক্রিয়া দেখাননি রাহুল। তবে এ দিনের ভাষণে নাম না করে তাঁকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। রাহুলের ভাষণে গতকাল যাঁরা উৎফুল্ল হয়েছিলেন, কটাক্ষ করেন তাঁদেরও।