নয়াদিল্লি: কারচুপি, জালিয়াতির অভিযোগ সত্ত্বেও আদানি গোষ্ঠীকে নিয়ে নীরব কেন্দ্র (Narendra Modi)। নিরপেক্ষ তদন্তের দাবিতে বার বার সংসদে সরব হয়েছেন বিরোধীরা। তাতেও অবস্থান পাল্টায়নি তারা। বুধবার নিজে সংসদে এসে চারিদিকে 'আদানি আদানি' রব (Adani Group) শুনলেও মৌনই রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগাগোড়া আদানি সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি। বিরোধীরা মিথ্যে অভিযোগ তুলছেন বলে দাবি করলেও, অভিযোগের প্রসঙ্গ ছুঁয়ে দেখলেন না একটি বারও।
আগাগোড়া আদানি সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি
বুধবার সংসদে মোদির ভাষণের আগে, মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বক্তৃতা করেছিলেন। তাতে আদানি বিতর্কে সরাসরি মোদিকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। গৌতম আদানি এবং মোদির সমীকরণ নিয়ে তুলেছিলেন প্রশ্ন। এ দিন তা নিয়ে রাহুলকে কটাক্ষ করতে যদিও ছাড়েননি মোদি। রাহুলের ভাষণা শুনে উৎফুল্ল হওয়া কংগ্রেস সাংসদদেরও কটাক্ষ করেন তিনি। কিন্তু আদানির প্রসঙ্গ এড়িয়েই যান। বরং বিনামূল্যে রেশন পাওয়া দেশের মানুষ তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ মানবেন না বলে জানিয়ে দেন মোদি।
গত কয়েক দিনে বার বার আদানি প্রশ্নে বিদ্ধ হয়েছেন মোদি এবং তাঁর সরকার। সেই নিয়ে সরাসরি জবাব দেননি মোদি। বরং তাঁর দাবি, বিরোধীরা রাস্তা হারিয়েছেন। কিছু না পেয়ে খামোখা তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। মিথ্যে অভিযোগ আনছেন। মোদি এ দিন বলেন, "মোদির উপর মানুষের আস্থা খবরের কাগজের শিরোনাম বা টেলিভিশনে উজ্জ্বল উপস্থিতি দেখে তৈরি হয়নি। তাই মোদিকে গালাগালি দিলেই রাস্তার দেখা মিলবে বলে ভাবছেন যাঁরা, ভুল করছেন। ২২ বছর কেটে গিয়েছে। এখনও ভুল ধারণা ভাঙেনি।" এর আগে, শ্রীলঙ্কা সরকারকে মোদির খোদ আদানিকে বরাত দেওয়ার জব্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ সামনে আসে। মঙ্গলবার সংসদে তা তুলেও ধরেন রাহুল। আদানিকে বরাত দেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি মোদি। বরং ভারত দুর্বল না চাপ দেওয়ার মতো সবল, আগে তা ঠিক করতে হবে বলে বিরোধীদের কটাক্ষ করেন তিনি।
বিরোধীরা অভিযোগ করলেও, মানুষ তা বিশ্বাস করবেন না বলেও এ দিন মন্তব্য করেন মোদি
বিরোধীরা অভিযোগ করলেও, মানুষ তা বিশ্বাস করবেন না বলেও এ দিন মন্তব্য করেন মোদি। তিনি বলেন, "দেশের মানুষের জন্য, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জীবন পাত করে দিয়েছি। যাঁরা বিনামূল্যে রেশন পান, যে কৃষকরা বছরে তিন বার অ্যাকাউন্টে টাকা পান, মাথার উপর পাকা ঘর পেয়েছেন যাঁরা, শৌচালয় পেয়েছেন যাঁরা, তাঁরা এ সব গালাগালি, অভিযোগ বিশ্বাস করবেন না।"
মোদি আরও অভিযোগ করেন যে, কিছু লোকজন নিজের জন্য, পরিবারের জন্য বাঁচেন। তার জন্য সব কিছু নষ্ট করে দিতেও পারেন। কিন্তু তিনি বাঁচেন ভারতবাসীর জন্য। ১৪০ কোটির আশীর্বাদ তাঁর সুরক্ষাকবচ। গালি, নিথ্যা কখনও তা ভেদ করতে পারবে না।