ওয়াশিংটন : কাবুল থেকে আরও ১০ হাজার ৯০০ জনকে উদ্ধার করেছে আমেরিকা। সোমবার সকাল থেকে অভিযান চালিয়ে এত সংখ্যক মানুষকে উদ্ধার করা হয়েছে বলে হোয়ায়ই হাউসের এক আধিকারিক জানান।


হোয়াইট হাউসের Rapid Response-এর অধিকর্তা মাইক উইন ট্যুইট করেন, "ভোর ৩টে থেকে দুপুর ৩টে পর্যন্ত কাবুল থেকে প্রায় ১০ হাজার ৯০০ মানুষকে উদ্ধার করা হয়েছে।" এর পাশাপাশি তিনি জানান, ১৪ অগাস্ট থেকে এপর্যন্ত ৪৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। 


আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর থেকেই সেখান থেকে নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করছে আরও অনেক দেশই। নিরাপত্তার কথা ভেবে ফিরিয়ে আনা হচ্ছে কূটনীতিকদেরও। এদিকে আফগানিস্তানে চরম অরাজতার মধ্যেই সেদেশ থেকে আমেরিকার সেনাবিহানীকে সরিয়ে নেওয়ার ডেডলাইন আরও বাড়ানো হবে কি না সে ব্যাপারে চিন্তাভাবনা করছেন জো বাইডেন, এমনই খবর সিএনএন সূত্রের।


যদিও গতকালই তালিবানের মুখপাত্র জানিয়েছে, ‌প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৩১ অগাস্টের মধ্যে আমেরিকান সেনা সরিয়ে নেওয়া হবে। যদি সেটা না হয়, তার অর্থ আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা রয়েছে। যা থাকার কথা নয়। মনে রাখবেন, ডেডলাইন নয়, ওটা রেডলাইন। তার পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকবে হবে।‌ 


এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন নাগরিককে উদ্ধার করা হবে। রবিবারই সাংবাদিক বৈঠকে বাইডেন জানিয়েছেন ৩১ অগাস্টের মধ্যে এই কাজ শেষ করার জন্য। তবে প্রয়োজন পড়লে সময়সীমা আরও বাড়াতে চান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দাবি করেন যে, আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনার যে অভিযান তা "ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি"।


উল্লেখ্য, আমেরিকার ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম হিফ আজ বলেন, ৩১ অগাস্টের ডেডলাইন মানা সম্ভব নাও হতে পারে আমেরিকার পক্ষে। কারণ, উদ্ধার করতে হবে এমন আরও অনেক মানুষ সেখানে রয়েছেন।