নয়াদিল্লি: অমেঠির পর বায়বরেলিতে ফুটবে পদ্মফুল। আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী তথা স্মৃতি ইরানি। শনিবার উত্তরপ্রদেশের অমেঠিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিজেপি সাংসদ।

চলতি বছর নভেম্বর মাসে প্রয়াত হন বিজেপির প্রাক্তন বিধায়ক যমুনা প্রসাদ। দীর্ঘ ২২ বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। প্রয়াত প্রাক্তন বিধায়ককে শ্রদ্ধা জানাতে এদিন অমেঠিতে যান স্মৃতি ইরানি। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্মৃতি বলেন, ২০১৪ সালে আমাকে নির্বাচনে লড়তে বলা হয়েছিল। তখন আমি জানিয়েছিলাম ২০১৯ সালে ভোটে দাঁড়াব। আমা বিশ্বাস ২০২৪ সালে লোকসভা ভোটেও জিতবে বিজেপি। ফের রায় বেরিলিত পদ্মফুল ফুটবে।

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাহুল গাঁধীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামেন স্মৃতি ইরানি। বিগত কয়েক বছরে গাঁধী পরিবারের শক্ত ঘাঁটি ছিল সংশ্লিষ্ট কেন্দ্র। ওই কেন্দ্র থেকে বিজেপির জেতা মোটেই সহজ বিষয় ছিল না। কিন্তু সবাইকে চমকে দিয়ে অমেঠিতে জেতেন স্মৃতি। স্মৃতি বলেন, কংগ্রেস এই ধরনের অরাজকতা চালিয়ে যেতে থাকলে ২০২৪ সালে  বায়বরেলিতে পদ্মফুল ফুটবে। বিজেপি আবার এই কেন্দ্র দখলে নেবে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে অমেঠি ও রায়বরেলি কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে একটি মাত্র আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। তা হল রায়বরেলি। এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। অমেঠিতে রাহুলকে হারানোর পর বিজেপির লক্ষ্য এবার রায়বরেলি।